গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর সারদাগঞ্জ এলাকায় এক অটোরিকশা চালকের স্ত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল প্রতিবেশী অপর অটোচালক। এর প্রতিশোধ নিতে সুযোগ খুঁজছিলেন ওই গৃহবধূর স্বামী। তার পরিকল্পনায় হত্যা করা হয় উত্ত্যক্তে অভিযুক্ত অটোরিকশা চালককে। জিএমপি কার্যালয়ে গতকাল সংবাদ ব্রিফিংয়ে এমন দাবি করে খুনের বিষয়ে বর্ণনা দেন উপ-পুলিশ কমিশনার (অপরাধ) জাকির হাসান। সংবাদ ব্রিফিংয়ে জাকির হাসান জানান, গত ২৫ ফেব্রুয়ারি সিটি করপোরেশনের সারদাগঞ্জ এলাকা থেকে রুবেল নামে ওই অটোচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
তদন্তের এক পর্যায়ে পুলিশ জানতে পারে, রুবেল প্রতিবেশী এক নারীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। এর জেরে ধরে ওই নারীর স্বামী আবু জাফর ওরফে আকাশের সঙ্গে তার শত্রুতা তৈরি হয়। এদিকে পুলিশ শুক্রবার রাতে হত্যার মূল পরিকল্পনাকারী আকাশকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যমতে গ্রেফতার করা হয় অপর আসামি ফরহাদ, জহিরুল ও রাশেদকে।