বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১ ০০:০০ টা

খামারের বর্জ্য অপসারণে যন্ত্র আবিষ্কার

নীলফামারী প্রতিনিধি

ডেইরি খামারের বর্জ্য অপসারণের জন্য দেশে ব্যবহার উপযোগী আধুনিক যন্ত্র আবিষ্কার করেছেন নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার ভেটেরিনারি সার্জন ডা. মো. আজমল হুদা তপন। বর্তমানে তিনি পঞ্চগড় জেলার  তেঁতুলিয়া উপজেলার প্রাণিসম্পদ দফতরে কর্মরত রয়েছেন। তিনি ওই যন্ত্রের নাম দিয়েছেন ‘অটোমেটিক ফার্ম ক্লিনিং স্ক্রাপার’। এই বৈদ্যুতিক  স্ক্রাপার যন্ত্রের সাহায্যে গরু দাঁড়ানো অবস্থায় স্বয়ংক্রিয়ভাবে খামারের বর্জ্য পরিষ্কার করবে। পরে ড্রেনের মাধ্যমে নির্দিষ্ট স্থানে বর্জ্য জমা করবে। এ যন্ত্রটি সরকারি সহায়তা পেলে যন্ত্রটির বাণিজ্যিক উৎপাদন সম্ভব। সারা দেশের ডেইরি খামার যান্ত্রিকীকরণে এই যন্ত্রটি ভূমিকা রাখবে। নতুন যন্ত্রপাতির ব্যবহারে কৃষিখাতে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। এসব যন্ত্রের ব্যবহারের ফলে কৃষকের শ্রম ও খরচ কমেছে। অপরদিকে বেড়েছে উৎপাদন। প্রযুক্তির ছোঁয়া পড়েছে ডেইরি খামারেও।

 অন্যদিকে, প্রচুর বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে ডেইরি খামার। শিক্ষিত তরুণদের বড় একটা অংশ তৈরি হয়েছে  ডেইরি খামারের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার প্রবণতা। তবে প্রচলিত খামার ব্যবস্থাপনায় শ্রমিক সংকট ও অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয়ের সম্মুখীন হচ্ছেন অনেকেই। খামারে  লোকসানের অন্যতম কারণ হচ্ছে খামারের কাজ ও জীব নিরাপত্তা সময়মতো নিশ্চিত করতে না পারা। এই চিন্তা  থেকেই খামারের বর্জ্য অপসারণের জন্য বাংলাদেশে ব্যবহার উপযোগী স্বয়ংক্রিয় যন্ত্র তৈরি করেছেন। দেশীয় এই যন্ত্রটির উদ্ভাবক ডা. আজমল হুদা তপন বলেন, ‘প্রাথমিকভাবে নিজস্ব খামারে ‘অটোমেটিক ফার্ম ক্লিনিং স্ক্রাপার’ ব্যবহার হচ্ছে। যন্ত্রটি খুব স্বাভাবিকভাবেই খামারে কাজ করছে। খামারিকে প্রাথমিক কিছু প্রশিক্ষণের মাধ্যমেই খুব সহজেই এই যন্ত্রের কার্যাবলী বুঝিয়ে দেওয়া সম্ভব। সাধারণত যেসব খামারে ১০-১২টি গরু আছে,  সেখানে এই যন্ত্রটি হতে পারে খামার যান্ত্রিকীকরণেই প্রাথমিক পদক্ষেপ। এখন নিজের ডেইরি খামারে খুব সফলভাবে কাজ করছি। যন্ত্রটিকে সঠিকভাবে সংরক্ষণ করলে এটি দীর্ঘদিন ব্যবহার উপযোগী থাকবে।’

সর্বশেষ খবর