শনিবার, ২৭ মার্চ, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

হাতিয়ায় দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

নোয়াখালীর হাতিয়ার তমরুদ্দি ইউনিয়নের ক্ষিরোদিয়া গ্রামে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এতে বর্তমান ইউপি সদস্য ও উপজেলা যুবলীগ যুগ্ম-আহ্বায়ক জাহিদসহ ১২ জন আহত হন। বৃহস্পতিবার সন্ধ্যা এবং রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় জাহিদ মেম্বারের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। পরে সংঘর্ষ বাধে।  -নোয়াখালী প্রতিনিধি

 

ভোলায় হরিণ শিকারির কারাদণ্ড

ভোলার মনপুরা উপজেলায় দুই কেজি হরিণের মাংসসহ এক শিকারিকে আটক করেছে বন কর্মীরা। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম মিঞা বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন। আটক ব্যক্তির নাম মনির হোসেন। তার বাড়ি মনপুরার উত্তর সাকুচিয়া এলাকায়। গতকাল  সকালে সাজাপ্রাপ্ত মনিরকে ভোলা জেলহাজতে পাঠানো হয়েছে।  মনপুরা উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা সুমন চন্দ্র রায় গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বনকর্মীরা গত  বৃহস্পতিবার রাতে দুই কেজি হরিণের মাংসসহ মনির (৩৮) নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের কারাদন্ড দেয়।                -ভোলা প্রতিনিধি

 

দুই যুবকের লাশ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় পৃথক দুুটি ঘটনায় দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তারা হলেন মো. ফরহাদ হোসেন এবং মো. আনিসুর রহমান। এ ঘটনা দুটি ঘটেছে উপজেলার ধানখালী তাপবিদ্যুৎ কেন্দ্র-সংলগ্ন নদীতে ও ধুলারসার ইউনিয়নের তারিকাটা গ্রামে। পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে গতকাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে কলাপাড়া ও মহিপুর থানায় পৃথক দুটি ইউডি মামলা হয়েছে। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র-সংলগ্ন নদী থেকে ফরহাদ হোসেনের লাশ উদ্ধার করা হয়। -কলাপাড়া প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর