গোপালগঞ্জ সদর উপজেলার কংশুর বদ্ধ খালটি বাঁধ কেটে উন্মুক্ত করা হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) মনোয়ার হোসেনের উপস্থিতিতে গত সোমবার ওই খালের বাঁধ কাটা হয়। এর ফলে এলাকাবাসীর ৩০ বছরের প্রতীক্ষার অবসান হলো। খালটি উন্মুক্ত হওয়ায় বনগ্রাম ও বলাকইড় বিলের জলাবদ্ধতা দূর হবে। একই সঙ্গে চাষাবাদের আওতায় আসবে ২ হাজার হেক্টর জমি। উপকৃত হবে লক্ষাধিক মানুষ। স্থানীয় করপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফিজুর রহমান সাফু, ইউপি সদস্য রাশেদ আল-মামুন, গোলাপ ফকির, ইয়াসির আরাফাত, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আলী বলেন, দীর্ঘ ৩০ বছর ধরে খালটিতে ইজারার মাধ্যমে মাছ চাষ করা হচ্ছিল। এতে খালের দুই পাশের অন্তত ২ হাজার হেক্টর জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। খালটি উন্মুক্ত করায় মানুষ উপকৃত হবেন। নানাবিধ কাজে এই খালের পানি ব্যবহার করতে পারবেন তারা। গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুর রহমান বলেন, খালটি বদ্ধ জলাশয় হিসেবে উপজেলা প্রশাসন থেকে ইজারা দেওয়া হয়। এতে বনগ্রাম, বলাকইড়, কংশুর, দুর্গাপুর, কাঠি ও কাজুলিয়া বিলে জলাবদ্ধতা দেখা দেয়। এলাকাবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এবং উপজেলা জলমহাল কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কংশুর খালের ইজারা বাতিল করে জনগণের জন্য উন্মুক্ত করা হয়েছে। ইউএনও আরও বলেন, এই খালের বাঁধগুলো কেটে বনগ্রাম ও বলাকইড় বিলের সঙ্গে এবং মধুমতী এমবিআর চ্যানেলে সংযোগ করা হচ্ছে। এতে এলাকার মানুষ আগের মতো জোয়ার-ভাটার পানি ব্যবহার করতে পারবেন। চাষাবাদেও এ খালের পানি ব্যবহার করা যাবে।
শিরোনাম
- রংপুরে আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার
- রাকসু নির্বাচনে ১৭ কেন্দ্রে ৯৯০ বুথ, নিরাপত্তায় ২ হাজার পুলিশ
- পীরগাছায় পদ্মরাগ ট্রেনের ৬ বগি লাইনচ্যুত, ২০ যাত্রী আহত
- সঠিক সময়ে নির্বাচন না হলে গণতন্ত্র ও সার্বভৌমত্ব বিপন্ন হবে : দুদু
- নেত্রকোনায় ওজোন স্তর দিবসে আলোচনা সভা ও প্রকৃতিবন্ধন
- সার আমদানির চুক্তি অনুমোদনে সরকারের সুপারিশ
- ইকোনমিক পার্টারনশিপ এগ্রিমেন্ট দ্রুত স্বাক্ষরে আশাবাদী জাপানের রাষ্ট্রদূত
- পেঁয়াজ আমদানির আইপি উন্মুক্তের দাবি আমদানি-রপ্তানিকারকদের
- ডেঙ্গু মোকাবিলায় ১২ দফা জরুরি নির্দেশনা
- বগুড়ায় মা-ছেলে খুন
- শর্তসাপেক্ষে দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠাতে পারবে ৩৭ প্রতিষ্ঠান
- এলডিসি থেকে উত্তরণ ৩ বছর পিছিয়ে দিতে চায় সরকার : বাণিজ্য সচিব
- দুর্যোগ মোকাবেলার চেয়ে প্রশমন বেশি গুরুত্বপূর্ণ : ত্রাণ উপদেষ্টা
- ৩ দফা দাবিতে অনশনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
- নির্বাচন কর্মকর্তা সম্মেলন ২৭ সেপ্টেম্বর
- ভাঙ্গায় সড়ক ও রেলপথে যান চলাচল স্বাভাবিক
- ট্রাফিক আইন লঙ্ঘন, ঢাকায় একদিনেই ২১৫২ মামলা
- পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
- ঢাকা অ্যাডভার্টাইজিং স্কুলের আত্মপ্রকাশ
- মালয়েশিয়া দিবস: জাতীয় ঐক্যের বার্তা ও বহুসংস্কৃতির উদযাপন
কমবে জলাবদ্ধতা, চাষ হবে ২ হাজার হেক্টর জমি
কংশুর খালের বাঁধ কেটে দিল প্রশাসন
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর