শিরোনাম
বুধবার, ৫ মে, ২০২১ ০০:০০ টা

বিপণিবিতানে উপচে পড়া ভিড়

নোয়াখালী প্রতিনিধি

বিপণিবিতানে উপচে পড়া ভিড়

লকডাউনের মধ্যেই ঈদের কেনাকাটায় নোয়াখালীর বিপণিবিতানগুলো সরগরম হয়ে উঠেছে। সকাল থেকে রাত ৮টা পর্যন্ত বেশিরভাগ বিপণিবিতানে নানা বয়সী মানুষের ভিড় লক্ষণীয়। জেলা শহর মাইজদীর কয়েকটি বিপণিবিতানে ক্রেতা-বিক্রেতারা স্বাস্থ্যবিধি মেনে চলছে। এক্ষেত্রে প্রশাসনের পাশাপাশি মার্কেট কর্তৃপক্ষের তদারকি চোখে পড়ার মতো। তবে ফুটপাথের অধিকাংশ দোকানে ক্রেতা-বিক্রেতার মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা নেই। বিক্রেতারা জানান, লকডাউনের কারণে রমজানের শুরুর দিকে তাদের ব্যবসায় লোকসান গুনতে হয়েছে। এ রকম ভিড় থাকলে ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা করছেন তারা।

কলেজছাত্রী তমা সুলতানা বলেন, করোনাভাইরাসের কারণে ক্রেতার সংখ্যা কম থাকায় পছন্দের পোশাক কিনেছি। একই মার্কেটের বিক্রেতা মনির হোসেন বলেন, ঈদ যত ঘনিয়ে আসছে ক্রেতার সংখ্যা দিন দিন বাড়ছে এবং বেচাবিক্রি ভালো হচ্ছে। এই বেচাবিক্রি চাঁদরাত পর্যন্ত চলবে বলে জানিয়েছেন তিনি।

সর্বশেষ খবর