মঙ্গলবার, ১১ মে, ২০২১ ০০:০০ টা

২ টাকায় মিলছে ঈদের নতুন পোশাক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

২ টাকায় মিলছে ঈদের নতুন পোশাক

চট্টগ্রাম মহানগরের টাইগার পাস বস্তির বাসিন্দা শিশু সাজিদ সুমন। হতদরিদ্র এ শিশুর পরিবারের নুন আনতে পানতা ফুরানোর কারণে ঈদের নতুন জামা কেনা তাদের কাছে অলীক কল্পনা। সে সুমনেরই এবারের ঈদ হবে নতুন পোশাক দিয়ে। নিজের পছন্দনীয় কাপড় কিনেছে মাত্র ২ টাকা দিয়ে। সামাজিক সংগঠনের আয়োজনে এ অনন্য উদ্যোগের কারণে এবার শত শত পথ এবং হতদরিদ্র শিশুরা নতুন পোশাক দিয়ে ঈদ করার সুযোগ পাচ্ছে। গতকাল মহানগরের টাইগার পাস বস্তিতে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিএমপি দক্ষিণ জোনের উপ-কমিশনার বিজয় বসাক। জানা যায়, একটি সামাজিক সংগঠনের উদ্যোগে মহানগরের বস্তি ও পথশিশুদের ঈদের কেনাকাটার জন্য ‘২ টাকার দোকান’ নামে একটি উদ্যোগ নেওয়া হয়। এ দোকান থেকেই শিশুরা ২ টাকা দিয়ে নিজের পছন্দনীয় পোশাক কিনতে পারবে। গতকাল টাইগার পাস বস্তি এলাকায় ২ টাকার দোকানের উদ্বোধন করা হয়। পরে নিজের জমানো ২ টাকার বিনিময়ে পোশাক কিনে নেয় অর্ধশত সুবিধাবঞ্চিত শিশু।

উপ-পুলিশ কমিশনার বিজয় বসাক বলেন, ‘সামাজিক সংগঠন যাত্রী ছাউনীর উদ্যোগ অসাধারণ লেগেছে। মাত্র ২ টাকা দিয়ে ঈদের কেনাকাটা করতে পেরে সুবিধাবঞ্চিত শিশুরা খুবই খুশি। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য অন্যান্য সামাজিক সংগঠনেরও এগিয়ে আসা উচিত।’

২ টাকা দিয়ে নতুন জামা কেনা সাজিদ সুমন বলে, ‘আমার জমানো ২ টাকা দিয়ে নতুন জামা কিনেছি। ঈদের দিন ওই জামা পরেই নামাজ পড়তে যাব। নতুন জামা দিয়ে ঈদ করতে পারব, তাই খুবই খুশি লাগছে।’

সর্বশেষ খবর