শুক্রবার, ২৮ মে, ২০২১ ০০:০০ টা

দগ্ধ ছাত্রীর মৃত্যু, মা গ্রেফতার

শরীরে কেরোসিন ঢেলে আগুন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে শরীরে কেরোসিন ঢেলে ধরিয়ে দেওয়া আগুনে দগ্ধ হয় দশম শ্রেণির ছাত্রী। ঘটনার পাঁচ দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। নিহতের মা হেলেনা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল স্ত্রীর বিরুদ্ধে থানায় মামলা করেছেন ছাত্রীর বাবা। নিহতের নাম উম্মে হুমায়রা বিজলী (১৭)। তিনি বরিশালের মুলাদী থানার বাহাদুপুরের বজলুর রহমানের মেয়ে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ মিজানুর রহমান জানান, গাজীপুর বাসন থানাধীন চান্দনা গ্রামের বুড়ির মোড় এলাকায় স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে ভাড়া বাসায় থেকে সিকিউরিটি গার্ডের চাকরি করেন বজলুর রহমান। তার বড় মেয়ে উম্মে হুমায়রা বিজলী স্থানীয় গাজীপুর পুলিশ লাইনস স্কুলের দশম শ্রেণির ছাত্রী। পারিবারিক বিষয়াদি নিয়ে গত ২১ মে রাতে বিজলীকে শাসন করছিলেন মা হেলেনা বেগম। শাসনের একপর্যায়ে বিজলীর গায়ে কেরোসিন ঢেলে দিয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দেন তিনিা। বিজলীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভান।

সর্বশেষ খবর