সোমবার, ৩১ মে, ২০২১ ০০:০০ টা

ঈদগাহের দেয়ালে অবরুদ্ধ ২০ পরিবার

গাইবান্ধা প্রতিনিধি

ঈদগাহের দেয়ালে অবরুদ্ধ ২০ পরিবার

গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের বারোকোনা বাজারের ক্লাব মোড় নামক স্থানে ঈদগাহ মাঠের চারপাশে দেওয়াল তুলে বিশটি পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ফলে গত ১২দিন থেকে পরিবারগুলো অবরুদ্ধ অবস্থায় দিন যাপন করছেন। ভুক্তভোগীরা জানান, ঈদগাহ মাঠের দেয়াল তুলে দেওয়ার পর পাশের নাহিদ মিয়ার বাড়ির জায়গা দিয়ে তারা হাঁটাচলা শুরু করলে সে রাস্তাও তারা কাঁটাতার দিয়ে বন্ধ করে দেন। ভুক্তভোগী বারোকোনা গ্রামের বাসিন্দা ছায়দার রহমান বলেন, ঈদগাহ মাঠের জায়গা এই পরিবারগুলোর পূর্ব পুরুষের ছিল। অভাবের কারণে তারা জমি বিক্রি করে দেয়। এতদিন মাঠের ওপর দিয়ে চলাচল করতে দিলেও হঠাৎ গত ১৯ মে মাঠের চারদিকে দেওয়াল তুলে চলাচল বন্ধ করে দেয় মাঠ কমিটি। ফলে ২০টি পরিবারের অন্তত দুই শতাধিক মানুষ বাড়ি থেকে বাইরে আসতে পারছেন না। তারা অবরুদ্ধ জীবন যাপন করছেন। এ বিষয়ে ঈদগাহ মাঠ কমিটির কেউ কথা বলতে রাজি না হলেও কামালের পাড়া ইউনিয়ন পরিষদ সদস্য সিরাজুল ইসলাম বলেন, চেষ্টা করছি যেন পরিবারগুলোকে চলাচলের জন্য রাস্তা দেওয়া হয়।

সর্বশেষ খবর