শুক্রবার, ১৬ জুলাই, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

শিমুলিয়া-বাংলাবাজার রুটে যুক্ত হলো আরও দুই ফেরি

এই রুটে ফেরি সংখ্যা হলো ১৭

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে যুক্ত হলো কদম ও কুঞ্জলতা নামে আরও দুটি ফেরি। গতকাল বিকালে প্রধান অতিথি থেকে ফেরি দুটি উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এর মধ্য দিয়ে মুন্সীগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার রুটে ফেরি হলো ১৭টি। চারটি রো রো, ছয়টি ডাম্ব, ছয়টি মিডিয়াম ও একটি ছোট ফেরি। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘দেশ বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। আজকের এ ফেরি উদ্বোধন তার আর একটি স্বাক্ষর। যা কিছু অর্জন তার কৃতিত্ব জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার।’ সৈয়দ মো. তাজুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মেজবাহ্ উদ্দিন চৌধুরী, গোলাম সাদেক, কাজী নাহিদ রসুল ও সুমন দেব।            -মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত এনামুল (২২) চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে মারা গেছেন। তিনি কালীগঞ্জ উপজেলার মধ্যনারগানা এলাকার আবদুল বাতেনের ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানান, গত মঙ্গলবার রাতে এনামুলকে মারধর করে প্রতিপক্ষের লোকজন। তাকে প্রথমে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকার ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বুধবার রাত ৯টার দিকে এনামুল মারা যান। অজ্ঞাত লাশ উদ্ধার : নারায়ণগঞ্জের বন্দর উপজেলার রেললাইন এলাকার নালা থেকে গত রাতে অজ্ঞাত পরিচয় নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ তোশকে পেঁচানো অবস্থায় ছিল। তার পরনে ছিল স্যালোয়ার কামিজ।         -গাজীপুর প্রতিনিধি

টিকটকের নাচ শেখানোর কথা বলে শিশুকে বলাৎকার

সদর উপজেলার ফতুল্লার পূর্ব গোপালনগর এলাকায় আট বছর বয়সী শিশুকে টিকটকের নাচ শেখানোর কথা বলে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল শিশুটির মা ফতুল্লা থানায় মামলা করেছেন। অভিযুক্ত আলী হোসাইনকে গ্রেফতার করেছে পুলিশ। বাদী উল্লেখ করেন, আলী হোসাইন মোবাইল ফেসবুকে টিকটক করতেন। ৩-৪ মাস আগে তিনি তার ছেলেকে দিয়ে টিকটকে নাচ গান করিয়ে দেশ-বিদেশে জনপ্রিয় করবে- প্রস্তাব দেয়। গত ১ মার্চ থেকে নাচ শেখার জন্য শিশুটিকে আলী হোসেনের বাড়ি পাঠায়। টিকটকে অভিনয় করার জন্য আলী হোসেন তার ছেলেকে বিভিন্ন স্থানে নিয়ে যেত। অনেক সময় রাতে বিবাদী তাকে নিজের বাড়িতেও রাখতো। যে রাতে ছেলে আলী হোসেনের বাড়ি থাকত পরদিন অসুস্থ বোধ করত। গত ১২ জুলাই সন্ধ্যায় আবারও শিশুটিকে বলাৎকার করলে সে বাড়ি ফিরে মা-বাবাকে জানায়।       -নারায়ণগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর