দেশের প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবার একমাত্র ভরসার জায়গা কমিউনিটি ক্লিনিক। কভিড-১৯ এ ওইসব ক্লিনিকের গুরুত্ব আরও বেড়ে যায়। ক্লিনিকে মা ও শিশুর স্বাস্থ্য সেবা, প্রজনন স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা সেবা, টিকাদান কর্মসূচি, পুষ্টি, স্বাস্থ্য শিক্ষা ও পরামর্শসহ প্রাথমিক সেবা দেওয়ার নির্দেশনা রয়েছে। কিন্তু অভিযোগ রয়েছে মৌলভীবাজারের কমিউনিটি ক্লিনিকগুলোতে দায়িত্ব প্রাপ্ত কর্মীদের অবহেলায় পুরো জেলার প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্য সেবা ভেঙে পড়েছে। ফলে নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। অভিযোগ আছে সিএইচসিপি কর্মীরা সপ্তাহে এক দিন কিংবা দুই দিন কমিউনিটি ক্লিনিকে আসেন। আবার কোনো কোনো ক্লিনিক মাসে ৮/১০ দিন খোলা হয়। স্বাস্থ্য সহকারী ও পরিবার পরিকল্পনা কর্মীরা কেউ কেউ মাসেও এক দিন ক্লিনিকে আসেন না। সূত্র বলছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উদাসীনতা ও দায়িত্বহীনতায় এমনটি হচ্ছে। জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ কেউই সঠিকভাবে তদারকি করছেন না। এদিকে কোনো উপায় না পেয়ে জেলার সাধারণ মানুষ প্রাইভেট হাসপাতাল ও চেম্বারে ডাক্তারের স্মরণাপন্ন হচ্ছেন। এতে খরচ হয় দ্বিগুণ থেকে তিন গুণ টাকা। সময়মতো চিকিৎসা না পেয়ে জটিল রোগেও আক্রান্ত হচ্ছে অনেকে। জেলা সিভিল সার্জন সূত্রে জানা যায়, মৌলভীবাজারে ১৭৯টি কমিউনিটি ক্লিনিক চালু রয়েছে। প্রস্তাবিত আছে আরও ২৫টি। প্রতিটি ক্লিনিকে একজন সিএইচসিপি, একজন পরিবার পরিকল্পনা কর্মী ও একজন স্বাস্থ্য সহকারী রয়েছেন। নিয়ম অনুযায়ী সিএইচসিপি কর্মীরা সরকারি বন্ধের দিন পরে বাকি দিনে দায়িত্ব পালন করার কথা। পরিবার পরিকল্পনা কর্মী ও স্বাস্থ্য সহকারীরা সপ্তাহে দুই দিন কমিউনিটি ক্লিনিকে এবং অবশিষ্ট দিনে মাঠে কাজ করার নির্দেশনা রয়েছে। অথচ স্বাস্থ্য সহকারী ও পরিবার পরিকল্পনা কর্মীরা মাসের প্রথম অথবা শেষে এক দিন কমিউনিটি ক্লিনিকে গিয়ে হাজিরা খাতায় পুর মাসের স্বাক্ষর দিয়ে আসেন। অনুসন্ধানে জানা যায়, আঞ্চলিক সড়ক, উপজেলা সদরের পার্শ্ববর্তী ও বাজারের পাশে অবস্থিত ক্লিনিকগুলোতে কিছুটা সরকারি নিয়মনীতি মেনে সেবা কার্যক্রম চললেও প্রত্যন্ত অঞ্চলের ক্লিনিক সপ্তাহে ১/২ দিন খোলা হয়। মাঝে মধ্যে ক্লিনিকে কর্মরত সিএইচসিপি কর্মীরা যান এবং স্বাস্থ্য সহকারী ও পরিবার পরিকল্পনা কর্মীরা টানা কয়েক দিন অনুপস্থিত থাকেন। সকালে অফিস খোলার জন্য কম টাকা বেতনে গ্রামের একটি মেয়ে রাখেন স্বাস্থ্যকর্মীরা। ওই মেয়ে সকাল ১০টায় এসে ক্লিনিক খোলে বসে। সরেজমিন রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের হাজিগঞ্জ বাজার কমিউনিটি ক্লিনিকে গতকাল সকাল ১১টায় গিয়ে বন্ধ পাওয়া যায়। এ সময় আশপাশের লোকদের সঙ্গে কথা হলে তারা জানান ক্লিনিকে সেবা পাওয়া আমাদের এলাকাবাসীর ভাগ্যের ব্যাপার। দিনের পর দিন ক্লিনিক বন্ধ থাকে। খোঁজ নিয়ে আরও জানা যায় এমন চিত্র শুধু হাজিগঞ্জ ক্লিনিকে নয় জেলার সিংহভাগ ক্লিনিকের একই চিত্র। হাজিগঞ্জ বাজারের পার্শ্ববর্তী পশ্চিমভাগ গ্রামের লিটন মিয়া, পিপলু আহমদ, এনামুল, আকলিচসহ একাধিকজন বলেন, একজন এসে মাসে ১/২ দিন খোলেন। আর কোনো কর্মীকে কখনো দেখিনি। কমলগঞ্জ উপজেলার খামদপুর, রানী বাজার, বনগাঁও, পাত্রখলা, ছয়কুট ও চৈত্রঘাট কমিউনিটি ক্লিনিকে একই অবস্থা। মৌলভীবাজার পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আবদুর রাজ্জাক বলেন, অনেক সময় প্রোগ্রাম ও ট্রেনিং থাকায় আমার কর্মীরা উপস্থিত হতে পারে না। তবে কোনো ভাবে দায়িত্ব এড়ানোর সুযোগ নেই। সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। কমিউনিটি ক্লিনিকে মূল দায়িত্ব পালন করার কথা সিএইচসিপি কর্মীদের। এ বিষয়ে সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ বলেন, করোনা থাকায় প্রত্যন্ত অঞ্চলে ভিজিট করতে পারছি না। পরিস্থিতি স্বাভাবিক হলে ভিজিট করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- আমরণ অনশনের হুঁশিয়ারি বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
- গাজায় মৃত্যু ঝুঁকিতে ৬৫ হাজার শিশু
- তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা জরুরি : খুবি ভিসি
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
- জুলাই গণঅভ্যুত্থানের ছোঁয়া ক্রীড়াঙ্গনেও লেগেছিল : আসিফ মাহমুদ
- নির্বাচন নিয়ে সরকারের নীরবতায় জনগণের সন্দেহ ঘনীভূত হচ্ছে : রিজভী
- সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধে নারীকে পিটিয়ে জখম
- সিরি বিতর্কে সাড়ে ৯ কোটি ডলার ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল!
- বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন
- নতুন সংবিধান না হলে নতুন বাংলাদেশ বলা যাবে না : নাহিদ ইসলাম
কমিউনিটি ক্লিনিকে সেবা পাওয়া ভাগ্যের ব্যাপার
স্বাস্থ্য সহকারী ও পরিবার পরিকল্পনা কর্মীদের অনেকে মাসে এক দিনও ক্লিনিকে আসেন না
সৈয়দ বয়তুল আলী, মৌলভীবাজার
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর