রবিবার, ২৫ জুলাই, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

সংক্ষিপ্ত

দেশের গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে : মির্জা আজম

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি গণমাধ্যমেরও ব্যাপক উন্নয়ন হচ্ছে। বর্তমানে দেশের গণমাধ্যম যেভাবে স্বাধীনভাবে কাজ করতে পারছে, তা বিগত কোনো সরকারের আমলে সম্ভব হয়নি। শেখ হাসিনা গণমাধ্যমের উন্নয়নের পাশাপাশি সাংবাদিক কল্যাণট্রাস্টের মাধ্যমে সারা দেশের অসচ্ছল সংবাদকর্মীদের আর্থিক অনুদান দিয়ে যাচ্ছেন। এ ছাড়া বর্তমান করোনা সংকটে সাংবাদিকদের অর্থ সহায়তাও অব্যাহত রেখেছেন। শনিবার জামালপুরের প্রবীণ সাংবাদিক উৎপল কান্তি ধরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মির্জা আজম এসব কথা বলেন। শহরের বসাকপাড়া এলাকায় প্রবীণ সাংবাদিক উৎপল কান্তি ধরের নিজ বাসায় গিয়ে মির্জা আজম তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার শারীরিক খোঁজখবর নেন। এ সময় সাংবাদিক আলী আকবর উপস্থিত ছিলেন।   

-জামালপুর প্রতিনিধি

বৌভাতে বর গুনলেন জরিমানা

কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে মানিকগঞ্জে  জাঁকজমক করে বৌভাতের আয়োজন করায় বরকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া রান্না করা খাবার অসহায়-দুস্থ শিশুদের মাঝে বিলিয়ে দেওয়া হয়েছে। গতকাল জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের ভ্রাম্যমাণ আদালতে এ অর্থদণ্ড  দেওয়া হয়। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সদর উপজেলার সরুপাই গ্রামের ধলাই জামে মসজিদ এলাকার একটি বাড়িতে বৌভাতের আয়োজন করা হয়। খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বরকে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং রান্না করা খাবার শিশুদের মাঝে বিতরণ করেন।             -মানিকগঞ্জ প্রতিনিধি

 

ডাল ভেঙে চাপা পড়েছে দুই মন্দির

গাজীপুরে পুরনো বটগাছের ডাল ভেঙে পড়েছে দুটি মন্দিরের ওপর। এ সময় অল্পের জন্য প্রাণে রক্ষা পান কয়েক ব্যক্তি। গতকাল সদর উপজেলার বাড়ীয়া ইউনিয়নের বিরলপাড়া এলাকায় এ ঘটনায় ঘটে। মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সবিনয় দাস জানান, সদর উপজেলার বাড়ীয়া ইউনিয়নের বিরলপাড়া এলাকায় ১৯৮২ সালে স্থাপিত হয় বাড়ীয়া বিরলপাড়া লক্ষ্মীমাতার মন্দির ও নাট মন্দির। মন্দিরের পাশে রয়েছে অন্তত ৬শ বছরের পুরনো বিশাল আকৃতির একটি বটগাছ। সকাল ১০টার দিকে ওই বটগাছের সবচেয়ে বড় ডালটি হঠাৎ ভেঙে নিচে ওই মন্দির দুটির ওপর পড়ে। এতে মন্দির দুটির মধ্যে লক্ষ্মীমাতা মন্দির সম্পূর্ণ এবং নাট মন্দিরের আংশিক ভেঙে যায় এবং মন্দিরে থাকা কয়েকটি প্রতিমা ক্ষতিগ্রস্ত হয়।       -গাজীপুর প্রতিনিধি

নাম ব্যঙ্গ করা নিয়ে সংঘর্ষ 

মুন্সীগঞ্জের চরাঞ্চলে নামের ব্যঙ্গ করা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। শনিবার বিকালে সদর উপজেলার চরাঞ্চলের আধারা ইউনিয়নের মাঝিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- পারভেজ (২৩), শফি বকাউল (৪৮)  অলি বকাউল (২৭), মুসা বকাউল (১৫), শাকিল (২০), আসিফ (১৯), ইউসুফ (১৮), জুয়েলসহ (১৪) ১০ জন। আহতদের মধ্যে অলি বকাউলকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানান, বিকালে মাঝিকান্দি গ্রামের মুসা বকাউল ও জুয়েল ঢালীর মধ্যে নামের ব্যঙ্গ নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হন। এ ঘটনায় সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। মুন্সীগঞ্জ সদর থানার ওসি আবুবক্কর সিদ্দিক বলেন, মারামারির ঘটনায় এখনো কোনো পক্ষ অভিযোগ করেনি। তবে পুলিশের পক্ষ থেকে বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে।               -মুন্সীগঞ্জ প্রতিনিধি

যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন

নোয়াখালীর সুবর্ণচরে যৌতুকের দাবিতে গৃহবধূকে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে চরজব্বার থানায় একটি অভিযোগ করা হয়েছে।  উপজেলার চর আমানউল্যাহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের উচাসরকার বাড়িতে শনিবার এ ঘটনা ঘটে। জানা গেছে, গত ১২ বছর আগে একই ইউনিয়ের নয়াপাড়া গ্রামের সামছুল হকের ছেলে মো. ছিদ্দিকুর রহমানের সঙ্গে আনোয়ারা বেগমের   বিয়ে হয়। বিয়ের বেশকিছু দিন পর স্বামী যৌতুক দাবি করে আসছিল। ভুক্তভোগী আনোয়ারা বেগম জানান, যৌতুকের দাবিতে তাকে বসতঘরের  দরজা বন্ধ করে রশি দিয়ে বেঁধে বেপরোয়া মারধর করে মেরে ফেলার হুমকি দেয় তার স্বামী। তিনি আরও জানান, এক পর্যায়ে তার সন্তানদের রেখে তাকে বাড়ি থেকে বের করে দেন। তার পুরো শরীরে আঘাতের রক্তাক্ত চিহ্ন রয়েছে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টায় ব্যর্থ হয়ে চরজব্বার থানায় একটি লিখিত অভিযোগ          করেছেন তিনি।                 -নোয়াখালী প্রতিনিধি

চাঁদা তুলে সড়ক সংস্কার

কুমিল্লার লাকসামে চাঁদা তুলে গ্রামের সড়ক সংস্কার করা হচ্ছে। উপজেলার মনপাল গ্রামের হাজীবাড়ি থেকে হাজী আনা মিয়া মার্কেট পর্যন্ত সড়কটি বেহাল অবস্থায় রয়েছে। কাঁচা সড়কটির মার্কেট সংলগ্ন স্থানে বড় গর্ত হয়ে গেছে। প্রায় সেখানে যানবাহন আটকে যায়। সেই স্থান সংস্কারের জন্য শনিবার দুপুরে গ্রামবাসীকে চাঁদা তুলতে দেখা গেছে। সূত্রমতে, রামপুর থেকে মনপাল, রাজাপুর হয়ে খিলা পর্যন্ত সড়কটি প্রায় পুরোটাই পাকা। তবে মনপাল গ্রামের হাজীবাড়ি থেকে হাজী আনা মিয়া মার্কেট পর্যন্ত প্রায় আধা কিলোমিটার সড়ক পাকা হয়নি। এই সড়কটির কারণের মনপাল, রামপুর, রাজাপুর ও খিলা গ্রামের লোকজনকে দুর্ভোগে পড়তে হচ্ছে। ব্যবসায়ী ফয়েজ ও কৃষক আমিন মিয়া জানান, মার্কেটের পাশে বড় গর্ত হয়ে গেছে। তাই স্থানীয় ব্যবসায়ী ও গ্রামবাসী থেকে চাঁদা তুলছি। তা দিয়ে ইটের খোয়া কিনে সড়কে ফেলব।     -কুমিল্লা প্রতিনিধি

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর