রবিবার, ১ আগস্ট, ২০২১ ০০:০০ টা

এক ট্রাক নিষিদ্ধ পলিথিন জব্দ, চালক আটক

শেরপুর প্রতিনিধি

শেরপুরে এক ট্রাক নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। এ ঘটনায় জড়িত সন্দেহে ট্রাকচালক বাবুল মিয়াকে আটক করা হয়েছে। শেরপুর-ঢাকা মহাসড়কের শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের জোড়া পাম্প এলাকা থেকে এনএসআই কর্মকর্তারা ট্রাকবোঝাই পলিথিন জব্দ ও চালককে গ্রেফতার করেন। এনএসআই ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ট্রাকবোঝাই করে নিষিদ্ধ ঘোষিত পলিথিনসহ গাড়িটি শেরপুর আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই কর্মকর্তারা চ্যালেঞ্জ করলে ট্রাকভর্তি পলিথিন পাওয়া যায়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ রহমান, ডি এম সাদিক আল শাফিন ও এনএসআইর সমন্বয়ে ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়। ট্রাকটিতে ৩০ লাখ টাকা মূল্যের ১০ মেট্রিক টন পলিথিন পাওয়া গেছে। অভিযানের সময় পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক পারভেজ আহম্মেদ, পরিদর্শক নয়ন কুমার রায়, সদর থানার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

শেরপুর পরিবেশ অধিদফতর বাদী হয়ে এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন অধিদফতরের কর্মকর্তা পারভেজ আহাম্মদ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর