রবিবার, ১ আগস্ট, ২০২১ ০০:০০ টা

৩০টির মধ্যে ১২টি হাই ফ্লো নাজাল ক্যানোলা বিকল

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে ৩০টি হাই ফ্লো নাজাল ক্যানোলার মধ্যে ১২টি বিকল হয়ে গেছে। কয়েক দিন ধরে এগুলো নষ্ট হয়ে পড়ে থাকলেও মেরামত করা হচ্ছে না। হাই ফ্লো নাজাল ক্যানুলা বিকল হয়ে যাওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্ত রোগীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে সরকারিভাবে হাই ফ্লো নাজাল ক্যানোলা ছিল ১৪টি। রোগী ভর্তির চাপ ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় এই যন্ত্রের প্রয়োজন বেড়ে যায়। এ অবস্থায় জেলার বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তি উদ্যোগে আরও ২০টি যন্ত্র বিভিন্ন সময়ে হাসপাতালে কর্তৃপক্ষকে দেওয়া হয়। সব মিলিয়ে হাই ফ্লো নাজাল ক্যানোলার সংখ্যা দাঁড়ায় ৩৪। এর মধ্যে ৩০টি রোগীদের জন্য ব্যবহার হলেও বাকি চারটি স্থাপন করা হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাই ফ্লো নাজাল ক্যানোলাগুলো ব্যবহার করতে গিয়ে গত কয়েক দিনে ১২টি নষ্ট হয়ে যায়। এদিকে করোনা ডেডিকেটেড এ হাসপাতালে রোগীর সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশরাফুল আলম বলেন, ইতিমধ্যে বিকল হাই ফ্লো নাজাল ক্যানোলাগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর