বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

বঙ্গবন্ধুর বাংলাদেশ শেখ হাসিনার হাতেই নিরাপদ : শামীম

পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মোকাবিলায় এবং সব শ্রেণি-পেশার মানুষের সুরক্ষায় মায়ের ভূমিকা পালন করেছেন। যার জন্য যা দরকার তিনি তাই করেছেন। খাদ্যসহায়তা, স্বাস্থ্যসেবাসহ সব মানবিক কাজ করেছেন প্রধানমন্ত্রী। নানা পেশার মানুষকে দিয়েছেন প্রণোদনা। মানুষ তাই বিশ্বাস করে বঙ্গবন্ধুর বাংলাদেশ শেখ হাসিনার হাতেই নিরাপদ। শরীয়তপুরের ভেদরগঞ্জ ও নড়িয়া উপজেলা, সখিপুর থানার সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সুরক্ষায় মাস্ক বিতরণ অনুষ্ঠানে গতকাল তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, শেখ হাসিনা একজন শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী। তার নেতৃত্বে শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের হয়েছে। বাংলাদেশের ছেলে-মেয়েরা এখন বিশে^ সাফ্যলের স্বাক্ষর রাখতে সক্ষম হচ্ছে। মাস্ক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়িয়া ইউএনও রাসেদ উজ্জামান।

-শরীয়তপুর প্রতিনিধি

 

নিখোঁজের দুই দিন পর নদ থেকে লাশ উদ্ধার 

গাজীপুরে নৌকা ভ্রমণে গিয়ে তুরাগ নদে নিখোঁজের দুই দিন পর গতকাল এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম শামসুল হক। তিনি গাজীপুর সিটি করপোরেশনের সদর থানাধীন মজলিশপুর নদীরপাড় এলাকার মৃত ইলম উদ্দিনের ছেলে।  জিএমপির সহকারী কমিশনার (সদর) রিপন চন্দ্র সরকার ও স্থানীয়রা জানান, গত সোমবার  প্রতিবেশীদের সঙ্গে গাজীপুরের মজলিশপুর এলাকা হতে নৌকাযোগে নদীপথে টাঙ্গাইলে পিকনিক করতে যান শামসুল হক। রাতে ফেরার পথে (সাড়ে ৭টার দিকে) কালিয়াকৈর থানাধীন চা-বাগান এলাকায় নদের উপর নির্মিত ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে নৌকা থেকে তুরাগ নদে পড়ে নিখোঁজ হন তিনি। স্বজনরাসহ স্থানীয়রা খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। নিখোঁজ হওয়ার দুই দিন পর বুধবার বিকেলে ঘটনাস্থল থেকে ভাটির দিকে খালিশাবর্তা এলাকায় শামসুল হকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা। লাশটি ফুলে পচন ধরেছে।

-গাজীপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর