ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ফতেহপুর গ্রামে সরকারি রাস্তায় বেড়া দিয়ে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের প্রত্যক্ষ মদতেই বেড়া নির্মাণ করা হয়েছে বলে জানা গেছে। ফতেহপুর পশ্চিমপাড়া ভূঁইয়া বাড়ির পাশে বসু মিয়া তার জমি দাবি করে সরকারি রাস্তার ওপর গত মঙ্গলবার বাঁশের বেড়া নির্মাণ করেন। এরপর থেকে ঈদগাহ ও কবরস্থানে যাওয়া ছাড়াও গ্রামের মূল যাতায়াতপথ বন্ধ হয়ে যায়। এতে গ্রামবাসীর চলাচলে চরম ভোগান্তি হচ্ছে। লাশ কবরস্থানে নেওয়ার পথ বন্ধ হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। এ ঘটনায় রবিবার ভুক্তভোগী সাইদুর রহমান নবীনগর থানায় লিখিত অভিযোগ করেছেন। গ্রামবাসী জানায়, নবীনগর পশ্চিম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সুমন মিয়া ও ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক সোহেলসহ ২০-২৫ জন বেড়া বসানোর কাজে নেতৃত্ব দিয়েছেন। তারা সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলেছেন। ইউপি সদস্য সফর আলী বলেন, এই রাস্তা আমার বাবার সময় থেকেই ছিল। অভিযুক্তদের একজন বসু মিয়া বলেন, আমি আমার নিজস্ব জায়গায় বেড়া দিয়েছি। আমি কারও চলাচলে বাধা দেইনি। নবীনগর থানার ওসি শাহীনূর ইসলাম জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।