দেশের বৃহত্তম ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা কৃষি খাতে অবদান রাখলেও কর্তৃপক্ষের উদাসীনতায় কারখানা এলাকার পরিবেশ এখন হুমকির মুখে। কারখানা থেকে নিঃসরিত ক্ষতিকর তরল পদার্থ ও অ্যামোনিয়া গ্যাস অপরিকল্পিতভাবে ভূমি এবং বাতাসে ছেড়ে দেওয়ায় স্থানীয় মানুষের বসবাস করাই কষ্টসাধ্য হয়ে পড়েছে। মরে যাচ্ছে গাছপালা, জমির ফসল, পুকুরের মাছসহ গবাদি পশু। গ্যাসের প্রভাবে অসুস্থ হয়ে পড়ছে শিশুসহ স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এলাকাবাসীর অভিযোগ, সমস্যা সমাধানে কর্তৃপক্ষের কাছে বারবার অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। দৈনিক ১৭০০ মেট্রিক টন সার উৎপাদন ক্ষমতাসম্পন্ন দেশের বৃহত্তর ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা। প্রতিষ্ঠানটি দেশের কৃষি উৎপাদন খাতে বড় অবদান রেখে গেলেও কারখানা কর্তৃপক্ষের উদাসীনতায় স্থানীয় পরিবেশ চরম হুমকির মুখে পড়েছে। কারখানা থেকে দৈনিক নিঃসরিত ক্ষতিকর পদার্থ ছড়িয়ে পড়ছে আশপাশের বসতবাড়ি, ফসলি জমি, পুকুরসহ বিস্তীর্ণ এলাকায়। এ ছাড়াও দানাদার সার উৎপাদনে ব্যবহৃত বাড়তি অ্যামোনিয়া গ্যাস অপরিকল্পিতভাবে ছেড়ে দেওয়া হচ্ছে বাতাসে। তরল পদার্থ আর অ্যামোনিয়া গ্যাসের প্রভাবে বিষাক্ত হয়ে উঠেছে কারখানার চারপাশের পরিবেশ। তরল পদার্থ পানিতে মিশে বিষক্রিয়ায় মরে ভেসে উঠছে পুকুরের মাছ। সেই সঙ্গে এসব খেয়ে মারা যাচ্ছে হাঁস, মুরগিসহ গবাদি পশুও। অ্যামোনিয়া গ্যাসের প্রভাবে মরে যাচ্ছে স্থানীয় এলাকার গাছপালা, যেসব গাছ টিকে আছে সেগুলোতেও ফল ধরছে না বছরের পর বছর। আর কৃষকের ফসল মরে যাচ্ছে জমিতেই, তাই হচ্ছে না কাক্সিক্ষত ফলনও। এদিকে অ্যামোনিয়া গ্যাসের প্রভাবে প্রায় সময়ই অসুস্থ হয়ে পড়ছে শিশুসহ স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা।
শিরোনাম
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
অ্যামোনিয়ায় হুমকির মুখে পরিবেশ
শুভ্র মেহেদী, জামালপুর
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর