জয়পুরহাটে কয়েক দিন ধরে বেড়েছে শিশুদের জ¦র ও সর্দি-কাশির প্রাদুর্ভাব। প্রতিদিন গড়ে হাসপাতালে ভর্তি থাকছে প্রায় ১০০ শিশু। যাদের অধিকাংশই টাইফয়েড জ¦রে আক্রান্ত। গত ১৫ দিনে শুধু টাইফয়েডে আক্রান্ত হয়ে প্রায় ১ হাজার শিশু এ হাসপাতালে চিকিৎসা নিয়েছে। ২২ বেডের শিশু ওয়ার্ডে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। শিশু ওয়ার্ডে জায়গা না হওয়ায় মেঝে ও বারান্দায় গাদাগাদি করে তাদের সেবা নিতে হচ্ছে। সদর হাসপাতাল ছাড়াও উপজেলা হাসপাতাল, বিভিন্ন ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারে রোগীরা চিকিৎসা নিচ্ছেন। হাসপাতাল সূত্র জানায়, গত সেপ্টেম্বরের শেষ দিক থেকে এ রোগের প্রকোপ বাড়তে থাকে। প্রায় প্রতিদিন ৭০-৮০ জন আধুনিক জেলা হাসপাতালে ভর্তি হচ্ছে। এদের বেশির ভাগই শিশু। পানি ও খাবারে সমস্যার কারণে পানিবাহিত এ রোগের প্রাদুর্ভাব ঘটে। হাসপাতালে ভর্তির পর টাইফয়েড জ্বরে আক্রান্তরা ৭-৮ দিন চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে হাসপাতাল ছাড়ছে। চিকিৎসা নিতে আসা জয়পুরহাট সদর উপজেলার সগুনা গ্রামের ৯ বছরের শিশু শাহানা ও পাঁচবিবি উপজেলার জীবনপুরের সাদ্দামের অভিভাবক জানান, তাদের সন্তানরা টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে আছে। তাদের এলাকার প্রায় শিশু টাইফয়েডে আক্রান্ত হচ্ছে। কেউ হাসপাতালে আসে, আবার অনেকে বাড়িতে চিকিৎসা নিচ্ছে। এ জ্বর অনেক দিন ভোগায়। জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক বলেন, টাইফয়েড রোগ খাবার ও পানির মাধ্যমে ছড়ায়। এই প্রাদুর্ভাব অস্বাভাবিক মনে হচ্ছে। গত কয়েক বছরের তুলনায় এবার জ্বর, সর্দি ও কাশির আক্রান্তের মাত্রা বেশি। তিনি বলেন, দুই সপ্তাহে টাইফয়েডে আক্রান্ত প্রায় ১ হাজার শিশুকে এই হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রতিনিয়ত রোগীর সংখ্যা বাড়ছে। কয়েক দিনের মধ্যে এর প্রাদুর্ভাব কমে আসবে। তবে চিকিৎসার পাশাপাশি সচেতনতা অবলম্বন করতে হবে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ