জয়পুরহাটে কয়েক দিন ধরে বেড়েছে শিশুদের জ¦র ও সর্দি-কাশির প্রাদুর্ভাব। প্রতিদিন গড়ে হাসপাতালে ভর্তি থাকছে প্রায় ১০০ শিশু। যাদের অধিকাংশই টাইফয়েড জ¦রে আক্রান্ত। গত ১৫ দিনে শুধু টাইফয়েডে আক্রান্ত হয়ে প্রায় ১ হাজার শিশু এ হাসপাতালে চিকিৎসা নিয়েছে। ২২ বেডের শিশু ওয়ার্ডে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। শিশু ওয়ার্ডে জায়গা না হওয়ায় মেঝে ও বারান্দায় গাদাগাদি করে তাদের সেবা নিতে হচ্ছে। সদর হাসপাতাল ছাড়াও উপজেলা হাসপাতাল, বিভিন্ন ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারে রোগীরা চিকিৎসা নিচ্ছেন। হাসপাতাল সূত্র জানায়, গত সেপ্টেম্বরের শেষ দিক থেকে এ রোগের প্রকোপ বাড়তে থাকে। প্রায় প্রতিদিন ৭০-৮০ জন আধুনিক জেলা হাসপাতালে ভর্তি হচ্ছে। এদের বেশির ভাগই শিশু। পানি ও খাবারে সমস্যার কারণে পানিবাহিত এ রোগের প্রাদুর্ভাব ঘটে। হাসপাতালে ভর্তির পর টাইফয়েড জ্বরে আক্রান্তরা ৭-৮ দিন চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে হাসপাতাল ছাড়ছে। চিকিৎসা নিতে আসা জয়পুরহাট সদর উপজেলার সগুনা গ্রামের ৯ বছরের শিশু শাহানা ও পাঁচবিবি উপজেলার জীবনপুরের সাদ্দামের অভিভাবক জানান, তাদের সন্তানরা টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে আছে। তাদের এলাকার প্রায় শিশু টাইফয়েডে আক্রান্ত হচ্ছে। কেউ হাসপাতালে আসে, আবার অনেকে বাড়িতে চিকিৎসা নিচ্ছে। এ জ্বর অনেক দিন ভোগায়। জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক বলেন, টাইফয়েড রোগ খাবার ও পানির মাধ্যমে ছড়ায়। এই প্রাদুর্ভাব অস্বাভাবিক মনে হচ্ছে। গত কয়েক বছরের তুলনায় এবার জ্বর, সর্দি ও কাশির আক্রান্তের মাত্রা বেশি। তিনি বলেন, দুই সপ্তাহে টাইফয়েডে আক্রান্ত প্রায় ১ হাজার শিশুকে এই হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রতিনিয়ত রোগীর সংখ্যা বাড়ছে। কয়েক দিনের মধ্যে এর প্রাদুর্ভাব কমে আসবে। তবে চিকিৎসার পাশাপাশি সচেতনতা অবলম্বন করতে হবে।
শিরোনাম
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’
- ২৩ নভেম্বর বিপিএলের নিলাম
- মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ডিকেবিএ’র ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী
- ২০২৪ সালে যক্ষ্মায় মারা গেছে ১২ লাখ ৩০ হাজার মানুষ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- আটক ৬১৫ অভিবাসীকে মুক্তির নির্দেশ মার্কিন আদালতের
- বান্দরবানের লামায় মশাল মিছিল, গ্রেপ্তার ১
- সংবিধান সংশোধন করে সেনাপ্রধানের ক্ষমতা বাড়ালো পাকিস্তান
- নেত্রকোনায় হুমায়ূন আহমেদের জন্মদিনে হিমু উৎসব
- জকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসের সব ব্যানার-ফেস্টুন সরানোর নির্দেশ
- সিলেটে প্রভাব নেই লকডাউনের
- আইরিশদের বিপক্ষে ইনিংস জয়ের পথে টাইগাররা
- চিরিরবন্দরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৭৭ পরিবারের মাঝে ছাগল বিতরণ
- ফিলিস্তিনি ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ মোতায়েন জার্মানির
- মানুষ নেই, এআই দিয়ে লকডাউন পালন করছে আওয়ামী লীগ : এ্যানি
- রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৩ নেতা-কর্মী গ্রেপ্তার
- নরসিংদীতে লকডাউনে সাড়া নেই, স্বাভাবিক জীবনযাত্রা
- রবিবার আরও ১২ দলের সঙ্গে ইসির সংলাপ
- ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে রেললাইনে আগুন