মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

গুদামেই নষ্ট হতদরিদ্রদের চাল

কুড়িগ্রাম প্রতিনিধি

গুদামেই নষ্ট হতদরিদ্রদের চাল

পুকুর পাড়ে আবর্জনার মধ্যে ফেলা হয়েছে পচা চাল

ভূরুঙ্গামারীতে গুদামে নষ্ট হওয়া ভিজিএফের চাল পুকুর পাড়ে আবর্জনার মধ্যে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে ভুক্তভোগীসহ স্থানীয়রা বিক্ষোভ করেছেন।

জানা যায়, গত ঈদুল আজহার সময় ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের প্রায় ৩ হাজার হতদরিদ্রের জন্য ১০ কেজি করে চাল বরাদ্দ হয়। ইউপি চেয়ারম্যান ফরিদুল হক শাহিন ভিজিএফের স্লিপ স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করলে বিষয়টি জানাজানি হয়। পরে ভিজিএফ কমিটির সদস্যরা সুবিধাভোগীদের সশরীরে উপস্থিত না হলে চাল দেওয়া হবে না বলে নিয়ম করেন এবং সুষ্ঠু বিতরণের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত জানান। এরপর আইসিটি অফিসার রুবেল সরকারকে প্রধান করে তদন্ত করা হয়। ভিজিএফ কমিটির সদস্য জহির উদ্দিন বলেন, ‘চেয়ারম্যান স্লিপ বিক্রি করায় প্রকৃত সুবিধাভোগী পাওয়া যায়নি। পরে ১৭৫ জনের চাল বিতরণ না করেই ইউনিয়ন পরিষদের গুদামে রাখা হয়। দীর্র্ঘ সময় গুদামে থাকায় চাল পচে নষ্ট হয়ে যায়।’ তিলাই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভিজিএফ সুবিধাভোগী আছর উদ্দিন ও ৮ নম্বর ওয়ার্ডের আবুল কালাম জানান, স্লিপ নিয়ে তিন-চার দিন ইউনিয়ন পরিষদে গেলেও চেয়ারম্যান তাদের চাল না দিয়ে ফেরত পাঠান। এদিকে ১১ নভেম্বর ইউপি নির্বাচনে তিলাই ইউনিয়ন পরিষদ কেন্দ্র হিসেবে ব্যবহারের নির্দেশ থাকায় গতকাল গুদামে রাখা পচা চাল পুকুরে ফেলে দেওয়ার সময় স্থানীয়রা দেখে ফেলেন। এ ঘটনায় চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ দেখান এলাকাবাসী। খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে ছড়িয়ে পড়লে থানা পুলিশসহ প্রশাসনের নজরে আসে। ইউএনও দীপক কুমার দেব শর্মা বলেন, ‘গুদামে পড়ে থাকা অল্প কিছু চাল ফেলে দেওয়ার খবর শুনেছি। বিষয়টি তদন্তে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

সর্বশেষ খবর