বুধবার, ১০ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

আহসান উল্লাহ মাস্টারের জন্মদিন পালিত

গাজীপুরে প্রয়াত সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টারের ৭১তম জন্মদিন গতকাল পালিত হয়েছে। দিনটি উপলক্ষে গাজীপুর প্রেস ক্লাবের উদ্যোগে ক্লাব প্রাঙ্গণে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম। এর আগে আহসান উল্লাহ মাস্টারের গ্রামের বাড়ি হায়দরাবাদে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থাপিত মরহুমের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।   -গাজীপুর প্রতিনিধি

বুড়িগঙ্গায় যুবকের লাশ উদ্ধার

ঢাকার বুড়িগঙ্গা নদীর খোলামোড়া ঘাট থেকে গতকাল অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। বসিলা নৌপুলিশ ফাঁড়ির এসআই লুৎফর রহমান জানান, খোলামোড়া ঘাটের কাছে কচুরিপানার সঙ্গে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান স্থানীয়রা। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে। লাশটি দু-তিন দিন আগের হাওয়ায় ফুলে-ফেঁপে গেছে। এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় মামলা হয়েছে। -কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

বিনামূল্যে বীজ-সার পেলেন ২ হাজার কৃষক

গাজীপুরের শ্রীপুরে ক্ষুদ্র ও প্রান্তিক ৬৩০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে শ্রীপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের যৌথ আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এসব বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও তরিকুল ইসলাম।

এদিকে, কালিয়াকৈর উপজেলা পরিষদ হলরুমে ১ হাজার ৪০০ কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপস্থিত ছিলেন ইউএনও তাজওয়ার আকরাম, উপজেলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন প্রমুখ।     -শ্রীপুর ও কালিয়াকৈর প্রতিনিধি

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর