শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

আজ বরগুনা হানাদারমুক্ত দিবস

বরগুনা প্রতিনিধি

আজ ৩ ডিসেম্বর বরগুনা হানাদার মুক্ত দিবস। মুক্তিযোদ্ধা আব্দুস সত্তারের নেতৃত্বে ২১ জনের একটি দল চার গ্রুপে বিভক্ত হয়ে ১৯৭১ সালের এই দিন ভোরে এক সঙ্গে থানা, এসডিওর বাসভবন, ওর্য়ারলেস স্টেশনে আক্রমণ করে। উপায় না দেখে মুক্তিযোদ্ধাদের কাছে রাজাকার বাহিনী আত্মসমর্পণ করে। জয় বাংলা স্লোগানে হাজার হাজার মুক্তিকামী জনতা রাস্তায় বেরিয়ে আসে।

ভোর ৬টায় বরগুনা ট্রেজারি চত্তরে মুক্তিযোদ্ধারা জাতীয় পতাকা উত্তোলন করেন। বরগুনার হানাদার মুক্ত দিবস উপলক্ষে খেলা ঘরের উদ্যোগে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সমন্ময় শহিদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন,আনন্দ র‌্যালি,আলোচনা সভা,আবৃত্তি ও গন সংগীতের আয়োজন করা হয়েছে।

সর্বশেষ খবর