চকরিয়ায় কৃষকের খেতের সঙ্গে শত্রুতা করে মরিচ ও শিম গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। লক্ষ্যারচর ইউনিয়নের রুস্তম আলী চৌধুরী পাড়ায় গতকাল এ ঘটনা ঘটে। এ সময় জমির মালিক জাফর আলমকে পিটিয়ে আহত করা হয়। তিনি চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। জানা যায়, জাফর আলম ৫০ বছর ধরে লক্ষ্যারচর মৌজার ১০ শতক জমি চাষাবাদ করে আসছেন।