মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

পিঁয়াজ কাঁচা মরিচের দামে বিপাকে নিম্ন আয়ের মানুষ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের হিলিতে আরেক দফা বেড়েছে দেশি পিঁয়াজ ও কাঁচা মরিচের দাম। মাত্র দুই দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম কেজিতে ২০ টাকা আর দেশীয় পিঁয়াজ পাইকারিতে কেজিপ্রতি ১২ টাকা বেড়েছে। হঠাৎ নিত্যপ্রয়োজনীয় এ দুটি পণ্যের দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। গতকাল সরেজমিনে হিলির কাঁচাবাজার ঘুরে দেখা যায়, বাজারে সব দোকানেই পিঁয়াজ ও কাঁচা মরিচের পর্যাপ্ত সরবরাহ রয়েছে, তবে দাম আগের তুলনায় বেশি। দুই দিন আগে কাঁচা মরিচ পাইকারিতে ২৫ টাকা কেজি বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে হয়েছে ৪৫ টাকা। বর্তমানে কাঁচা মরিচ খুচরা প্রতিকেজি বিক্রি হচ্ছে ৫০ টাকা। যা আগে ছিল ৩০ টাকা করে। আর দেশি পিঁয়াজ দুই দিন আগে কেজি ২৮ টাকা বিক্রি হলেও এখন তা ৪০ টাকায়  বিক্রি হচ্ছে। খুচরা বাজারেও কেজিপ্রতি পিঁয়াজের দাম বেড়েছে ১৫ টাকা। হিলি বাজারের কাঁচা মরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, কাঁচামালের ব্যবসা মূলত নির্ভর করে সরবরাহের ওপর। সরবরাহ বেশি হলে দাম কমবে আর সরবরাহ কম হলে দাম বাড়বে এটাই স্বাভাবিক।

কখনো গরম কখনো ঠাণ্ডা আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচা মরিচ গাছের ফুল নষ্ট হয়ে যাচ্ছে। এতে উৎপাদন ব্যাহত হওয়ায় আগের তুলনায় সরবরাহ কমছে। পিঁয়াজ বিক্রেতা মনিরুল ইসলাম বলেন, বাজারে দেশি পিঁয়াজের সরবরাহ ভালো থাকায় দাম কম ছিল। সম্প্রতি বৃষ্টির কারণে বিভিন্ন অঞ্চলে পিঁয়াজ খেত নষ্ট হয়ে যাওয়ায় উৎপাদন ব্যাহত হয়েছে। মোকামে পিঁয়াজ সরবরাহ কমায় দাম বেড়েছে। হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, এ বন্দর দিয়ে পিঁয়াজ আমদানি অব্যাহত থাকলেও পরিমাণ দিন দিন কমছে। আগে দিনে তিন-পাঁচ ট্রাক করে পিঁয়াজ বন্দর দিয়ে আমদানি হলেও গত বৃহস্পতিবার এসেছে মাত্র দুটি ট্রাকে ২৯ টন পিঁয়াজ। তিনি জানান, পিঁয়াজ যেহেতু কাঁচামাল তাই এটি দ্রুত ছাড় করে দিতে বন্দর কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা নিয়েছে।

সর্বশেষ খবর