চাঁদপুরে কৃষি জমির উর্বর মাটি ইটভাটায় চলে যাচ্ছে। ইটভাটার প্রধান উপকরণ এসব মাটি। ফসলি জমির উপরিভাগের মাটি কেটে নেওয়ায় জমির উর্বরতা দিন দিন হ্রাস পাচ্ছে। এতে ফসল উৎপাদন হ্রাসের পাশাপাশি কমছে চাষাবাদ। এহেন কর্মকান্ড কৃষিবিভাগ ও প্রশাসনের কেউ যেন দেখার নেই। ফরিদগঞ্জের কৃষক মফিজুর রহমান ও শাহারাস্তির কৃষক মোখলেছুর জানান, অনেক জমির মালিককে টাকার লোভ দেখিয়ে মাটি বিক্রিতে আকৃষ্ট করছে। সেক্ষেত্রে জমিতে ৮-১০ ফুট গভীর করে মাটি বিক্রি করায় পাশের জমির মাটি ভেঙে পড়ছে। ফলে ভেঙে যাওয়া ওইসব জমির মালিকরা বাধ্য হয়ে তাদের জমির মাটিও বিক্রি করে দিচ্ছেন। এসব মাটি রাতের আঁধারে এস্কেভেটর মেশিন দিয়ে অবাধে কেটে নিচ্ছে। আমাদের কোনো কৃষক কিছু বললে হুমকি-ধমকির সম্মুখীন হতে হয়। চাঁদপুর পরিবেশ অধিদফতরে প্রাপ্ত তথ্য মতে, জেলায় ১১০টি ইটভাটা রয়েছে। তন্মধ্যে বৈধ ৫৬টি ও অবৈধ ৫৪টি। ফরিদগঞ্জ ও শাহারাস্তি উপজেলাতেই বৈধ-অবৈধ মিলিয়ে ৫০টি ইটভাটা রয়েছে। তাই এখানকার ইটভাটায় মাটি সরবরাহ ব্যবসায় একাধিক সিন্ডিকেট সক্রিয়। জড়িত ব্যক্তিরা সংশ্লিষ্ট কর্মকর্তাদের ম্যানেজ করে অবাধে কৃষি জমির উপরিভাগের উর্বর মাটি কেটে ইটভাটায় সরবরাহ করছে। এমন অবস্থা চলতে থাকলে এক সময় মাটিও আমদানিনির্ভর হয়ে পড়বে। চাঁদপুর সদরে ১৯টি, ফরিদগঞ্জে ২৬টি, হাজীগঞ্জে ১২টি, কচুয়ায় ৯টি, শাহারাস্তিতে ২৪টি, মতলব উত্তরে ১৩টি, মতলব দক্ষিণে ৪টি ও হাইমচরে ৩টি ইটভাটা রয়েছে। তন্মধ্যে সদরে ১১টি, ফরিদগঞ্জে ১৮টি, হাজীগঞ্জে ৪টি, কচুয়ায় ৩টি, শাহারাস্তিতে ১১টি, মতলব উত্তরে ২টি ও হাইমচরে ১টি ইটভাটার বৈধ কোনো কাগজপত্র নেই। ভাটায় ইট তৈরির প্রধান উপকরণ মাটি। আর ভাটার এসব ইট পোড়াতে কয়লার পরিবর্তে অবাধে দেশীয় কাঠ ও নিষিদ্ধ টায়ার- পোড়া মোবিল ব্যবহার হচ্ছে। এমনকি ভাটাগুলো কৃষি জমির আশপাশে স্থাপিত হওয়ায় ধোঁয়া ও উড়ন্ত ছাই কৃষি জমির ফসলের ব্যাপক ক্ষতি করছে। এমনকি বিভিন্ন গাছের পাতা লাল হয়ে ক্রমেই গাছগুলো মরে যাচ্ছে। এতে করে প্রাকৃতিক পরিবেশের চরম বিপর্যয় ঘটছে। চাঁদপুর পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মোঃ হান্নান বলেন, ২০১০ সাল পর্যন্ত ইটভাটায় ড্রাম চিমনী ব্যবহার করা হতো। পরবর্তীতে ১২০ ফুট উচ্চতার চিমনি এবং ২০১৩ সালের পর জিকজ্যাক ইটভাটা করার জন্য নির্দেশনা দেওয়া হয়। এমনকি ইটভাটার এক কিলোমিটারে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান, আবাসিক এলাকা থাকা যাবে না এবং পৌরসভার প্রান্ত সীমানা হতে এক কিলোমিটার দূরে ইটভাটা স্থাপন করা যাবে। এই আইন করার ফলে এখন জেলার বেশিরভাগ ইটভাটা অবৈধ হয়ে গেছে।
শিরোনাম
- হাসনাতের ঘোষণার পর শাহবাগ অবরোধ
- কানাডায় হামের প্রাদুর্ভাব
- সিরাজগঞ্জে হামলায় বৈষম্যবিরোধীর ৩ প্রতিনিধি আহত
- তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা কবে জানাল আবহাওয়া অফিস
- পাকিস্তানের ঋণ সহায়তা আজ পর্যালোচনা করবে আইএমএফ
- শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল সোমবার
- যৌক্তিক সময়ে নির্বাচনের রোডম্যাপ দিন : ডা. জাহিদ
- সাতক্ষীরার সীমান্তে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক, সতর্ক বিজিবি
- ‘জুলাই স্পিরিটের’ সাথে প্রতারণাকারীরা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে : শিবির সভাপতি
- আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যা জানাল সরকার
- গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত লড়াই চলবে: সারজিস
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণসমাবেশে ছাত্রজনতার ঢল
- বিলবাওকে গোলবন্যায় ভাসিয়ে ফাইনালে ম্যানইউ
- সীমান্তে যুদ্ধাবস্থা: অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল
- ভারতের ৭৭ ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের
- পাকিস্তান-শাসিত কাশ্মীরে হামলায় নবজাতকসহ নিহত ৫
- শ্রীলঙ্কায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬
- যমুনার সামনেই জুমা পড়লেন আন্দোলনকারীরা
- যে কারণে গভীর পর্যবেক্ষণে ভারত-পাকিস্তানের যুদ্ধবিমান, রয়টার্সের বিশ্লেষণ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ, তৈরি হচ্ছে মঞ্চ
ফসলি জমির মাটি ইটভাটায়
নেয়ামত হোসেন, চাঁদপুর
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যে কারণে গভীর পর্যবেক্ষণে ভারত-পাকিস্তানের যুদ্ধবিমান, রয়টার্সের বিশ্লেষণ
৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম