মঙ্গলবার, ১৭ মে, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

কসবায় বিএনপি নেতার ওপর হামলা, গ্রেফতার ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গত রবিবার রাতে সেন্ট্রাল হাসপাতালের গেটে একদল দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়েছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইকলিল আজম (৫৬)। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকার কমফোর্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় তার ছোট ভাই মোহাম্মদ আলী সোহান বাদী হয়ে কসবা থানায় মামলা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে হামলাকারী মো. সাখাওয়াত আলী সৌরভকে (২৫) গ্রেফতার করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত রবিবার রাতে ৫/৬ জন লোক সেন্ট্রাল হাসপাতাল গেটে গিয়ে চিৎকার করতে থাকে। এ সময় সেন্ট্রাল হাসপাতালের চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. ইকলিল আজম হাসপাতালের গেটে এলে সাখাওয়াত আলী সৌরভের নেতৃত্বে দুর্বৃত্ত চক্রটি তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যাচেষ্টা চালায়। তার আর্তচিৎকারে হাসপাতালের স্টাফ ও আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে হামলাকারী সাখাওয়াত আলীকে আটক করে। লোকজনের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল যোগে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অন্য হামলাকারীরা। খবর পেয়ে কসবা থানা পুলিশ ঘটনাস্থল থেকে হামলাকারীকে গ্রেফতার করে। সাখাওয়াত আলী উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মধুপুর গ্রামের মো. ইউছুফ আলীর পুত্র। কসবা থানার ওসি আলমগীর ভূইয়া বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে গ্রেফতার করেছে। গতকাল দুপুরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

সর্বশেষ খবর