মঙ্গলবার, ১৭ মে, ২০২২ ০০:০০ টা

বৃষ্টিতে ডুবল ধান বিপাকে কৃষক

দিনাজপুর প্রতিনিধি

বৃষ্টিতে ডুবল ধান বিপাকে কৃষক

গত কয়েক দিনের ঝড়ো হাওয়াসহ বৃষ্টিতে দিনাজপুরের অনেক স্থানের কৃষকের সোনালি ধান পানিতে তলিয়েছে এবং হেলে পড়েছে। এ অবস্থায় ধান কাটতেও সমস্যায় পড়েছে। হেলে পড়া ও পানিতে ডোবা ধান শ্রমিকরা কাটতেও চাইছে না। সময়মতো ধান কাটার শ্রমিকও পাওয়া যাচ্ছে না। আবার পেলে বেশি মজুরি দিতে হচ্ছে। ধান কাটা ও মাড়াই নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। ফলন কম এবং খরচ বেড়ে যাওয়ায় অনেকে লোকসানের আশঙ্কায় চিন্তিত। যদিও জেলার বিভিন্ন স্থানে অনেক ধান কাটা হয়েছে। অন্যদিকে মিলছে না ধানের কাক্সিক্ষত দামও। বিপাকে পড়েছে কৃষক। এদিকে বৃষ্টির কারণে মাঠে থাকা পাকা ধান, যা কৃষকরা কাটতে পারেনি তার একটু ক্ষতি হতে পারে। আর হেলে পড়া এবং পানিতে তলিয়ে যাওয়া ধান কাটা চলমান রয়েছে। জমিতে পানি থাকলেও যেসব ধান দাঁড়িয়ে আছে, সেগুলোর সমস্যা হবে না বলে কৃষি বিভাগ জানায়। চিরিরবন্দরের কয়েক এলাকায় দেখা যায়, তিন দিনের টানা বৃষ্টির পানিতে ধানের জমি তলিয়ে গেছে। পাকা ধান জমিতে ফেলেও রাখতে পারছেন না কৃষক। এ অবস্থায় হতাশ হয়ে বেশি মজুরি দিয়ে ধান কাটা-মাড়াইতে বাধ্য হয়েছেন কৃষক। অন্যদিকে বাড়ির উঠান ভিজে গিয়ে কর্দমাক্ত হওয়ায় পাকা সড়কে অথবা খেলার মাঠে ধান শুকাচ্ছেন কৃষক। ধান ভিজে যাওয়ার সুযোগকে সদ্ব্যবহার করছেন মৌসুমি ধান ব্যবসায়ী ও ফড়িয়ারা। তারা কম দামে ধান কিনতে কৃষককে বোঝাচ্ছেন। চিরিরবন্দরের আবদুলপুর ইউপির নান্দেড়াই গ্রামের কৃষক মহসিন আলী ও আমিনুল ইসলাম জানান, টানা বর্ষণে ধানের খেত তলিয়ে গেছে। তলিয়ে যাওয়া ধান কেটে আনা ও মাড়াই করতে অতিরিক্ত ২ হাজার টাকা বেশি দিতে হচ্ছে। বৃষ্টির আগে বিঘাপ্রতি যেখানে খরচ ছিল সাড়ে ৭ হাজার টাকা, বর্তমানে তা ৮ থেকে সাড়ে ৯ হাজার টাকা দিতে হচ্ছে।

সর্বশেষ খবর