মেহেরপুরের মুজিবনগরে ১০০টি পার্পেল স্টারলিং এবং ৫০টি ম্যাকাও পাখিসহ দুজনকে আটক করেছে পুলিশ। বিদেশি জাতের এসব পাখির আনুমানিক মূল্য ২২ লাখ টাকা। আটকরা হলেন বাশারুল শেখ ও হাবিবুর রহমান। মুজিবনগর থানার ওসি জানান, গোপন খবরে বৃহস্পতিবার বিকালে এসআই ইস্রাফিলের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটকদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা বন বিভাগীয় কর্মকর্তা জাফরউল্লাহ বলেন, পাখিগুলো লাটিন আমেরিকার দেশ ব্রাজিলের। এগুলো ঢাকা বঙ্গবন্ধু সাফারি পার্কে হস্তান্তরের সিদ্ধান্ত হয়েছে।