ফরিদপুর জেনারেল হাসপাতালের অভ্যন্তরে কেমিক্যালসহ হাসপাতালের বর্জ্যরে স্তূপ জমেছে। দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা পরিষ্কার না করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে দুর্গন্ধের কারণে চরম দুর্ভোগের মধ্যে রয়েছে হাসপাতালে ভর্তি থাকা রোগী, চিকিৎসকসহ আবাসিক এলাকার বাসিন্দারা। ময়লা-আবর্জনা থেকে ছড়ানো দুর্গন্ধের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছেন হাসপাতালসহ আশপাশের মানুষ। এ ছাড়া পরিবেশ দূষিত হচ্ছে। পৌরকর বকেয়া থাকায় জেনারেল হাসপাতালের ক্লিনিক্যাল বর্জ্য পরিষ্কার করা বন্ধ করে দিয়েছে পৌরসভা। প্রায় দুই মাস ধরে ময়লা পরিষ্কার না করায় হাসপাতাল ক্যাম্পাসের উত্তর দিকে ডাস্টবিন-সংলগ্ন সড়কে স্তূপাকৃতির বর্জ্য দুর্গন্ধ ছড়াচ্ছে, পরিবেশ দূষিত হচ্ছে। সরেজমিন ফরিদপুর জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের মূল ভবনের পেছনের সার্জারি ওয়ার্ডের পাশে বিশাল আবর্জনার স্তূপ। ডাস্টবিন উপচে পড়ে কেমিক্যাল বর্জ্য ছড়িয়ে পড়েছে রাস্তায়। এ রাস্তা মাড়িয়ে যাওয়া-আসা করতে হয় হাসপাতালের চিকিৎসক, সেবিকাসহ তিনটি আবাসিক ভবনে বসবাসকারী ১৭টি পরিবারের সদস্যদের। স্তূপাকৃতির ময়লার অদূরে পশ্চিম পাশে হাসপাতাল জামে মসজিদ। ওই মসজিদে পাঁচ ওয়াক্তের নামাজে হাসপাতাল-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও আশপাশের এলাকার লোকজন নিয়মিত নামাজ পড়েন। হাসপাতালে আসা সদর উপজেলার গেরদা ইউনিয়নের জামাল শেখ জানান, হাসপাতালের ভিতরে এমন দুর্গন্ধ যে সেখানে থাকা দুষ্কর হয়ে পড়ে। হাসপাতালে মানুষ আসেন রোগ সারাতে। কিন্তু এখানে এসে উল্টো রোগ ছড়িয়ে পড়ছে। হাসপাতালে আসা রোগীদের মধ্যে সবচেয়ে বেশি দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে ডায়রিয়া ওয়ার্ড ও সার্জারি ওয়ার্ডের রোগী ও তাদের স্বজনদের। এ দুটি ওয়ার্ডের পাশেই আবর্জনার স্তূপ থেকে প্রচ দুর্গন্ধ আসায় সেখানে থাকা কষ্টকর হয়ে পড়েছে। কানাইপুর থেকে কামাল হোসেন সিরু তার মাকে নিয়ে হাসপাতালে এসেছেন চিকিৎসার জন্য। তিনি বলেন, একটি হাসপাতালের পরিবেশ এমন হয় তা পৃথিবীর কোথাও এমন আছে কি না জানা নেই। এটি হাসপাতাল না বলে ডাস্টবিনের ভাগাড় বলাই ভালো। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। হাসপাতাল মসজিদে নিয়মিত নামাজ পড়েন উত্তর আলীপুর খাপাড়া এলাকার আজিজ সরদার। তিনি বলেন, প্রচ দুর্গন্ধের কারণে মসজিদে গিয়ে নামাজ পড়তে কষ্ট হয়। পচা দুর্গন্ধে মসজিদে বসা থাকা দুষ্কর। ফলে অনেকেই এখন মসজিদে আসেন না। হাসপাতালের আশপাশে থাকা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের লোকজন হাসপাতাল কোয়ার্টারের নলকূপ থেকে পানি নেন।
শিরোনাম
- আমরণ অনশনের হুঁশিয়ারি বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
- গাজায় মৃত্যু ঝুঁকিতে ৬৫ হাজার শিশু
- তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা জরুরি : খুবি ভিসি
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
- জুলাই গণঅভ্যুত্থানের ছোঁয়া ক্রীড়াঙ্গনেও লেগেছিল : আসিফ মাহমুদ
- নির্বাচন নিয়ে সরকারের নীরবতায় জনগণের সন্দেহ ঘনীভূত হচ্ছে : রিজভী
- সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধে নারীকে পিটিয়ে জখম
- সিরি বিতর্কে সাড়ে ৯ কোটি ডলার ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল!
- বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন
- নতুন সংবিধান না হলে নতুন বাংলাদেশ বলা যাবে না : নাহিদ ইসলাম
হাসপাতালে বর্জ্যরে স্তূপ
কামরুজ্জামান সোহেল, ফরিদপুর
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর