বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২ ০০:০০ টা

হাজারী রোডে হেলেদুলে চলে গাড়ি

জমির বেগ, ফেনী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল থেকে ফেনীতে প্রবেশের বিকল্প অন্যতম সড়ক হাজারী রোড তথা পাগলা মিয়া সড়ক। এ সড়কের অপর পাশে ঢাকা-চট্টগাম মহাসড়কের পুরনো সড়ক। শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে প্রচুর যানজট থাকায় এ সড়কটি তৈরি করা হয়। যা যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফেনী-২ আসনের তৎকালীন এমপি জয়নাল হাজারী ২০০০ সালে এক রাত ও এক দিনে মাটি ভরাট করে সড়কটি নির্মাণ করেন। হাজার হাজার শ্রমিক নিয়ে নির্মাণকাজ করেন ঠিকাদার কুতুব হাজারী। পরবর্তীতে এলজিইডির মাধ্যমে পাকা করা হয়। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল হয়ে পড়েছে সড়কটি। সরেজমিনে দেখা যায়, কোর্ট বিল্ডিংসংলগ্ন পাগলা মিয়া সড়কের পূর্ব অংশ থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন পশ্চিম অংশ পর্যন্ত খানাখন্দে ভরা। ড্রেনের বিভিন্ন স্ল্যাব ভাঙা। হেলেদুলে চলে যানবাহন। বৃষ্টি হলে খানাখন্দগুলো দেখা না যাওয়ায় ঘটে দুর্ঘটনা। আবার শুকনো মৌসুমে ধুলোবালিতে সয়লাব হয়ে যায়। বৃষ্টির পানি জমে একেকটি গর্ত পরিণত হয় ছোট ডোবায়। ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী আজিজুল হক বলেন, রাস্তাটির দৈর্ঘ্য এক হাজার ৭০০ মিটার এবং প্রস্থ কোথাও ৩০ ফুট কোথাও ২৫ ফুট। এটি দুটি বড় সড়কের সংযোগ হিসেবে কাজ করে।

সর্বশেষ খবর