বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২ ০০:০০ টা
ইনচার্জকে শোকজ

স্বাস্থ্য কমপ্লেক্সের খাবার স্যালাইন ডাস্টবিনে

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর দুমকী ৩১ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি কয়েক শ খাবার স্যালাইন ডাস্টবিনে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে দায়িত্বরত এক নার্সের বিরুদ্ধে। গত সোমবার দুপুরে ওইসব স্যালাইন ফেলে দেওয়া হয় বলে ধারণা করছেন এলাকাবাসী। স্থানীয়রা স্যালাইনের প্যাকেটগুলো কুড়িয়ে নিয়ে যান। এসব স্যালাইনের মেয়াদ রয়েছে ২০২৫ সাল পর্যন্ত। এ ঘটনায় অন্তঃবিভাগের নার্সিং ইনচার্জ আয়শা মারজানকে শোকজ করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে। রোগী ও স্থানীয়দের অভিযোগ, ডাস্টবিনে শত শত প্যাকেট স্যালাইন ফেলে দেওয়ার সঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সের লোকজন জড়িত রয়েছে। তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা ছাড়া এতগুলো স্যালাইন বাইরের কেউ নিতে পারে না।

সর্বশেষ খবর