রবিবার, ৫ জুন, ২০২২ ০০:০০ টা
স্কুল কর্তৃপক্ষের গাফিলতি

পরীক্ষায় অংশ নিতে পারেনি ১৩ শিক্ষার্থী

গোপালগঞ্জ প্রতিনিধি

স্কুল কর্তৃপক্ষের গাফিলতিতে অর্ধবার্ষিকী পরীক্ষায় অংশ নিতে পারেনি গোপালগঞ্জ জেলা শহরের শেখ হাসিনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ১৩ শিক্ষার্থী। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। জানা গেছে, লটারিতে ভর্তির পর অপেক্ষমাণ থাকা ষষ্ঠ শ্রেণির ১৩ শিক্ষার্থীকে বিদ্যালয়ে ভর্তি করা হয়। পরে এসব শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস করলেও হঠাৎ করে তাদের ভর্তি অবৈধ উল্লেখ করে স্কুলে আসতে ও অর্ধবার্ষিকী পরীক্ষায় অংশ নিতে বাধা দেয় কর্তৃপক্ষ। এসব শিক্ষার্থীরা গতকাল অর্ধবার্ষিকী পরীক্ষায় অংশ নিতে স্কুলে এলে তাদের স্কুল কর্তৃপক্ষ বাধা দিলে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। এতে অভিভাবকদের মধ্যে উত্তেজনা শুরু হয়। এ সময় অধ্যক্ষ শাহানাজ রেজা এ্যানির সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। পরে খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহসিন উদ্দিন স্কুলে এসে অভিভাবকদের সঙ্গে কথা বলে তাদের শান্ত করেন।

সর্বশেষ খবর