রবিবার, ১২ জুন, ২০২২ ০০:০০ টা

বসুন্ধরা সিমেন্টের নির্মাণ কর্মশালা

হবিগঞ্জে শুভ হালখাতা

টাঙ্গাইল ও হবিগঞ্জ প্রতিনিধি

টাঙ্গাইলে নির্মাণ শিল্পীদের দক্ষতা ও সচেতনতা বাড়াতে ‘শৈল্পিক নির্মাণ, রাজমিস্ত্রির অবদান’ শীর্ষক কর্মশালা হয়েছে। টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোডে ভিক্টোরিয়া ফুডজোনে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে রাজমিস্ত্রি, ডিলার ও রিটেইলারদের অংশগ্রহণে গতকাল এ কর্মশালা আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজু আহমেদ, জাহাঙ্গীর হোসেন, সফিকুল ইসলাম, ফারুক  হোসেন, এইচএম জুয়েল রানা, সেলিম রেজা প্রমুখ। নির্মাণ কৌশল এবং নির্মাণ সংক্রান্ত বিভিন্ন পরামর্শ দেন ইঞ্জিনিয়ার খন্দকার সাঈদ আল-খালিদ, ইঞ্জিনিয়ার শহিদুল আলম ও শামীম আল-মামুন। এদিকে হবিগঞ্জের নবীগঞ্জ শহরের একটি কমিউনিটি সেন্টারে গতকাল বসুন্ধরা সিমেন্টের হালখাতা হয়েছে। হালখাতা অনুষ্ঠানের আয়োজন করেন নবীগঞ্জ শহরের মেসার্স রাজন অ্যান্ড ব্রাদার্সের পরিচালক মহিউদ্দিন রাজন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা সিমেন্টের হবিগঞ্জ এরিয়া সেলস ম্যানেজার শ্যামল কুমার দাশ।

সর্বশেষ খবর