রবিবার, ১২ জুন, ২০২২ ০০:০০ টা

নোয়াখালী পৌরসভায় পানির লাইন সংযোগ কাজে বাধা : উত্তেজনা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী পৌরসভার সুপেয় পানি সরবরাহ লাইন স্থানান্তর কাজে শুক্রবার কিছু লোক বাধা দিলে স্থানান্তর সমর্থকদের সঙ্গে তর্কাতর্কি হয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। খবর পেয়ে শনিবার দুপুরে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্লাহ খান সোহেল এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর ও সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। পরে সব পক্ষের সঙ্গে আলোচনাক্রমে সড়কের পাশ দিয়ে পানি সরবরাহ লাইন স্থানান্তরের সিদ্ধান্ত দিয়ে আসেন। জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধানে নোয়াখালী পৌরসভার পানি সরবরাহ প্রকল্পের আওতায় শহর থেকে প্রায় চার কিলোমিটার দূরে নোয়ান্নই ইউনিয়নের সালেহপুর এলাকায় ২০১৮-১৯ অর্থবছরে ৬ কোটি টাকায় মাইজদী-উদয় সাধুরহাট সড়কের পাশে ওই পানির লাইন বসানো হয়। তখন সড়কের পাশে মাটি না থাকায় সালেহপুর এলাকায় প্রায় ২০০ মিটার পাইপলাইন স্থাপন করা হয় পার্শ্ববর্তী খালের পাশ দিয়ে।

সর্বশেষ খবর