শনিবার উদ্বোধন হতে যাচ্ছে স্বপ্নের পদ্মা সেতুর। আর সেতু উদ্বোধনকে কেন্দ্র করে মাদারীপুরের শিবচর উপজেলার বিভিন্ন বাজার, রাস্তাঘাট সাজানো হচ্ছে বর্ণিল সাজে। উদ্বোধনী ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিবচরের বাংলাবাজার ঘাটে জনসমাবেশ স্থলে তৈরি করা হচ্ছে মঞ্চ, জনসমাবেশ স্থল। সমাগম হবে ১০ লাখ লোকের। আলোকসজ্জায় সজ্জিত হচ্ছে চারপাশ। ছয় দিনব্যাপী আয়োজন করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠানের। গান, নাটক, লেজার শোসহ নানা ধরনের অনুষ্ঠান হবে। গান পরিবেশন করবেন মমতাজসহ বরেণ্য শিল্পীরা। এসব আয়োজনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে মাদারীপুর তথা পদ্মাপাড়ের জেলাগুলোতে। গতকাল সকালে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয়েছে আনন্দ শোভাযাত্রা। একাধিক সূত্রে জানা গেছে, পদ্মা সেতুর উদ্বোধনী জনসভাকে ঘিরে মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চর ও পৌর বাজারের আবাসিক হোটেলগুলোতে কোনো কক্ষ খালি নেই। ইতোমধ্যে হোটেলগুলোতে উপজেলা প্রশাসনের পক্ষে বুকিং করে রেখেছেন। আবাসিক হোটেল মালিক সূত্রে জানা গেছে, গত সোমবার থেকে আগামী ২৫ জুন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে হোটেলগুলোর সিট বুক করে রাখা হয়েছে। যার কারণে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা অনেকেই হোটেলে সিট খালি না পেয়ে অন্যত্র চলে যাচ্ছেন। শিবচর পৌর বাজারে হোটেল আল মকিম, হোটেল খান, হোটেল ৭১ উৎসব ও হোটেল আরিফ নামে ৪টি হোটেল ও পাচ্চর বাজারে হোটেল সোনার বাংলা নামে ১টি আবাসিক হোটেল রয়েছে। এসব হোটেলে প্রায় দেড় শ সিট রয়েছে। বছরের অধিকাংশ সময় হোটেলগুলোর রুম বেশির ভাগ খালিই থাকে। তবে সেতু উদ্বোধনের জনসভাকে ঘিরে প্রত্যেকটি হোটেলের রুম আগে থেকেই ভাড়া নেওয়া হয়ে গেছে। আগামী পাঁচ দিন পর্যন্ত কোনো রুম খালি হচ্ছে না বলে হোটেলের পক্ষ থেকে জানানো হয়। এদিকে প্রধানমন্ত্রীর জনসভার নিউজ কাভার করতে ঢাকা থেকে যেসব সাংবাদিক শিবচর আসবেন, তাদের থাকার জায়গা নিয়ে সংকট দেখা দিয়েছে। ঢাকা থেকে আসা কয়েকজন সাংবাদিক ইতোমধ্যে নিউজ কাভারেজ করতে শিবচর চলে আসায় বিপাকে পড়েছেন তারা। হোটেল আল মকিমের ম্যানেজার মো. রাসেল বলেন, আমাদের হোটেলের সব রুম বুকিং দেওয়া আছে। গতকাল থেকে ২৫ তারিখ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে রুমগুলো বুক করা হয়েছে। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার অন্যান্য আবাসিক হোটেলেও কোনো রুম খালি নেই। হোটেল আরিফ-এর মালিক নয়ন ফকির বলেন, আমার হোটেলে যে কয়টি সিট ছিল তা আজ বুকিং হয়ে গেছে। যারা হোটেলে উঠেছে তারা আগামী ২৬ তারিখ যাবেন।
শিরোনাম
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ
উৎসবের আমেজ পদ্মাপাড়ে
স্বজনদের বাসাবাড়িতেও ভিড়
বেলাল রিজভী, মাদারীপুর
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর