শনিবার উদ্বোধন হতে যাচ্ছে স্বপ্নের পদ্মা সেতুর। আর সেতু উদ্বোধনকে কেন্দ্র করে মাদারীপুরের শিবচর উপজেলার বিভিন্ন বাজার, রাস্তাঘাট সাজানো হচ্ছে বর্ণিল সাজে। উদ্বোধনী ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিবচরের বাংলাবাজার ঘাটে জনসমাবেশ স্থলে তৈরি করা হচ্ছে মঞ্চ, জনসমাবেশ স্থল। সমাগম হবে ১০ লাখ লোকের। আলোকসজ্জায় সজ্জিত হচ্ছে চারপাশ। ছয় দিনব্যাপী আয়োজন করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠানের। গান, নাটক, লেজার শোসহ নানা ধরনের অনুষ্ঠান হবে। গান পরিবেশন করবেন মমতাজসহ বরেণ্য শিল্পীরা। এসব আয়োজনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে মাদারীপুর তথা পদ্মাপাড়ের জেলাগুলোতে। গতকাল সকালে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয়েছে আনন্দ শোভাযাত্রা। একাধিক সূত্রে জানা গেছে, পদ্মা সেতুর উদ্বোধনী জনসভাকে ঘিরে মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চর ও পৌর বাজারের আবাসিক হোটেলগুলোতে কোনো কক্ষ খালি নেই। ইতোমধ্যে হোটেলগুলোতে উপজেলা প্রশাসনের পক্ষে বুকিং করে রেখেছেন। আবাসিক হোটেল মালিক সূত্রে জানা গেছে, গত সোমবার থেকে আগামী ২৫ জুন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে হোটেলগুলোর সিট বুক করে রাখা হয়েছে। যার কারণে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা অনেকেই হোটেলে সিট খালি না পেয়ে অন্যত্র চলে যাচ্ছেন। শিবচর পৌর বাজারে হোটেল আল মকিম, হোটেল খান, হোটেল ৭১ উৎসব ও হোটেল আরিফ নামে ৪টি হোটেল ও পাচ্চর বাজারে হোটেল সোনার বাংলা নামে ১টি আবাসিক হোটেল রয়েছে। এসব হোটেলে প্রায় দেড় শ সিট রয়েছে। বছরের অধিকাংশ সময় হোটেলগুলোর রুম বেশির ভাগ খালিই থাকে। তবে সেতু উদ্বোধনের জনসভাকে ঘিরে প্রত্যেকটি হোটেলের রুম আগে থেকেই ভাড়া নেওয়া হয়ে গেছে। আগামী পাঁচ দিন পর্যন্ত কোনো রুম খালি হচ্ছে না বলে হোটেলের পক্ষ থেকে জানানো হয়। এদিকে প্রধানমন্ত্রীর জনসভার নিউজ কাভার করতে ঢাকা থেকে যেসব সাংবাদিক শিবচর আসবেন, তাদের থাকার জায়গা নিয়ে সংকট দেখা দিয়েছে। ঢাকা থেকে আসা কয়েকজন সাংবাদিক ইতোমধ্যে নিউজ কাভারেজ করতে শিবচর চলে আসায় বিপাকে পড়েছেন তারা। হোটেল আল মকিমের ম্যানেজার মো. রাসেল বলেন, আমাদের হোটেলের সব রুম বুকিং দেওয়া আছে। গতকাল থেকে ২৫ তারিখ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে রুমগুলো বুক করা হয়েছে। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার অন্যান্য আবাসিক হোটেলেও কোনো রুম খালি নেই। হোটেল আরিফ-এর মালিক নয়ন ফকির বলেন, আমার হোটেলে যে কয়টি সিট ছিল তা আজ বুকিং হয়ে গেছে। যারা হোটেলে উঠেছে তারা আগামী ২৬ তারিখ যাবেন।
শিরোনাম
- সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ খালি
- ইলিশের দাম অস্বাভাবিকভাবে বাড়ানো যাবে না : মৎস্য উপদেষ্টা
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি স্বয়ংক্রিয় সফটওয়্যারে শুরু জুলাইয়ে
- ‘ভারতের অন্যায় আবদারের কাছে আমরা মাথানত করবো না’
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : নায়াব ইউসুফ
- চাঁদা আদায় বন্ধের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
- রায় মেনে ভারতকে সিন্ধু পানি চুক্তি বাস্তবায়নের আহ্বান জানাল পাকিস্তান
- ভোটকেন্দ্র নীতিমালার গেজেট প্রকাশ, ডিসি-এসপির কমিটি ও ইভিএম বাদ
- গাজা যুদ্ধে সেনা হতাহতের সংখ্যা জানাল ইসরায়েল
- সাজা মওকুফ হওয়ায় মুক্তি পেলেন যাবজ্জীবন সাজা পাওয়া ১৩ আসামি
- মঙ্গলবার থেকে আমদানি-রফতানির সব সনদ অনলাইনে জমা বাধ্যতামূলক
- ‘জনগণের ভাষা বুঝতে পেরে দ্রুত সময়ে নির্বাচনের ঘোষণা সরকার’
- এবার নিউইয়র্কের তহবিল বন্ধের হুমকি দিলেন ট্রাম্প
- স্বাস্থ্যকেন্দ্রে ‘মমতা’ প্রকল্প বন্ধের খবরে দুশ্চিন্তায় চরাঞ্চলের প্রসূতিরা
- ডেঙ্গু পরীক্ষার ফি নির্ধারণ করেছে সরকার
- প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
- বিএম কলেজের প্রশাসনিক ভবনে তালা
- আমেরিকায় যেভাবে ভয়ানক আসক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ‘লাফিং গ্যাস’
- দল নিবন্ধন : আবেদন যাচাই-বাছাইয়ের দায়িত্বে ইসির ৭ কর্মকর্তা
- বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে মতবিনিময় সভা
উৎসবের আমেজ পদ্মাপাড়ে
স্বজনদের বাসাবাড়িতেও ভিড়
বেলাল রিজভী, মাদারীপুর
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর