বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২ ০০:০০ টা

মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিনে ১৪০০ হাঁসের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ডাকপ্লেগ রোগের মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিন প্রয়োগে এক ক্ষুদ্র উদ্যোক্তার প্রায় ১৪০০ হাঁসের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী রিপন সিকদার দিশাহারা হয়ে পড়েছেন। রিপন বাসাইল উপজেলার ফুলকী ইউনিয়নের ময়থা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। জানা যায়, নাগেশ্বরী জাতের ডিমের জন্য ১৭৩০টি হাঁসের বাচ্চা ও মাংসের জন্য বেলজিয়াম জাতের ৭০টিসহ মোট ১৮০০ হাঁসের বাচ্চা খামারে তোলেন রিপন। বাচ্চাগুলোর এক মাস বয়সে গত ৫ জুন রিপন বাসাইল উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে ভ্যাকসিনের দায়িত্বে থাকা উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) জাহিরুল ইসলামের কাছে ডাকপ্লেগ রোগের ভ্যাকসিনের জন্য যান। ওই সময় জাহিরুল ইসলাম তাকে ১৯টি ভ্যাকসিনের বোতল দেন। ৭ জুন রিপন হাঁসগুলোকে ওই ভ্যাকসিন প্রয়োগ করেন। ভ্যাকসিন প্রয়োগের একদিন পর থেকে হাঁসগুলো মারা যেতে শুরু করে। কয়েক দিনের মধ্যে প্রায় ১৪০০ হাঁসের মৃত্যু হয়। ওই সময় ভ্যাকসিনের বোতল পরীক্ষা করে দেখা যায়, চলতি বছরের ২০ মে ভ্যাকসিন মেয়াদোত্তীর্ণ হয়েছে। অভিযুক্ত জাহিরুল ইসলাম জানান, কয়েকটি হাঁস মারা যাওয়ার পর রিপন তার কাছে এসে ১০টি ভ্যাকসিন ফেরত দিয়ে গেছেন। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রানা মিয়া জানান, এ ঘটনায় ওই কর্মকর্তার কোনো গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ খবর