বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২ ০০:০০ টা

ঈদ উপহার পেয়ে খুশি বানভাসিরা

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার বন্যাদুর্গতদের মধ্যে ঈদ উপহার পৌঁছে দিয়েছে সামাজিক সংগঠন ‘মানবিক নেত্রকোনা ও রক্তদানে নেত্রকোনা’। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষগুলো উপহার পেয়ে আনন্দে আত্মহারা। বন্যায় নিঃস্ব বানভাসিদের মধ্যে এবার ছিল না ঈদের আমেজ। বেঁচে থাকাই তাদের বড় চ্যালেঞ্জ। নিজেদের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করাই এখন যাদের একমাত্র ভাবনা। এমন সময় নেত্রকোনা স্টেডিয়াম মাঠে ঈদের দ্বিতীয় দিন ৮২ লাখ টাকার গরু কোরবানি দিয়ে অসহায়দের মধ্যে মাংস বিতরণ করেন রক্তদানে নেত্রকোনার স্বেচ্ছাসেবকরা। অন্যদিকে হাওরাঞ্চল মদন উপজেলার প্রত্যন্ত গ্রামে মানবিক নেত্রকোনার তরুণরা পৌঁছে দেন ঈদ উপহার। শতাধিক পরিবারের মধ্যে নিজেদের অর্থায়নে চাল, ডাল, তেল, সেমাই, চিনি, আলু ও বিভিন্ন মসলাসহ খাদ্য উপহার দেন তারা। নিরানন্দের এই ঈদে এমন উপহার পেয়ে খুশি বন্যার্তরা। এদিকে গত মঙ্গলবার সকালে বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের বন্যাকবলিত মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী চাল, ডাল, তেল, চিনি, সেমাই বিতরণ করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।

সর্বশেষ খবর