সোমবার, ২৫ জুলাই, ২০২২ ০০:০০ টা

সাত জেলায় ১১ জনের প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

সাত জেলায় ১১ জনের প্রাণহানি

গতকাল সাত জেলায় সড়ক দুর্ঘটনায় ১১ জনের প্রাণহানি ঘটেছে। কুমিল্লার দেবিদ্বারে গতকাল প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে স্ত্রী-শ্যালিকাসহ সহকারী ভূমি কর্মকর্তা নিহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- কুমিল্লা : সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবিদ্বার উপজেলার সাহারপাড় এলাকায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সহকারী ভূমি কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- সহকারী ভূমি কর্মকর্তা গিয়াস উদ্দিন মাহমুদ ফরাজী (৫২), তার স্ত্রী জাহানারা আক্তার (৪৮) ও শ্যালিকা সালমা আক্তার নাজমা (৪৫)।  গাজীপুর : কোনাবাড়ী কড্ডা এলাকায় বিকালে ট্রাকের ধাক্কায় নিহত দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।  টাঙ্গাইল : হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে উভয় যানবাহনের দুই চালক নিহত ও ১০ জন আহত হয়েছেন। ভোরে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের সল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাসচালক সাভার উপজেলার বেগুনবাড়ি গ্রামের মিকাইল (৩০) ও ট্রাকচালক ঠাকুরগাঁও সদর উপজেলার মানিক (২৫)। বরিশাল : বরিশাল-ঢাকা মহাসড়কের বরিশাল মেট্রোপলিটনের ছয়মাইল এলাকায় বাস ও মাহেন্দ্র আলফার সংঘর্ষে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। ফেনী : শরীয়তপুর জেলায় অটোরিকশা উল্টে আহত এক ভারতীয় নাগরিকের চিকিৎসার জন্য চট্টগ্রাম নেওয়ার পথে ফেনীতে মৃত্যু হয়েছে। ময়মনসিংহ : ঈশ্বরগঞ্জের হারুয়া বাজারে সকালে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কার সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত ও পাঁচজন আহত হন। দিনাজপুর : বিরামপুরে বাসের ধাক্কায় নজরুল ইসলাম (৪০) নামে গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছেন। সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দুর্গাপুর উচ্চবিদ্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ : শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে পিকআপের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার (মিশুক) এক যাত্রী নিহত এবং তার স্ত্রীসহ তিনজন আহত হয়েছেন।

সর্বশেষ খবর