বুধবার, ১৭ আগস্ট, ২০২২ ০০:০০ টা

সড়কে ধানের চারা লাগিয়ে প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভার চরহোগলা এলাকায় কর্দমাক্ত সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ করেছেন স্থানীয়রা। ধানের চারা রোপণের পর গতকাল সকালে সড়কের পাশে মানববন্ধন করেন তারা। এ সময় সাইফুল্লাহ নবীন ও ধলু হাওলাদারসহ অন্যরা সড়ক সংস্কারের দাবি জানিয়ে বক্তৃতা করেন। সাইফুল্লাহ নবীন বলেন, পৌরসভার অন্তর্ভুক্ত হওয়ার পরও ১ নম্বর ওয়ার্ডের চরহোগলা এলাকায় নুরু হাওলাদার বাড়ির সামনে থেকে আধা কিলোমিটার মাটির রাস্তা বর্ষা হলেই কাদায় ভরে যায়। স্কুল-কলেজ-মাদরাসার শিক্ষার্থীসহ স্থানীয় হাজার হাজার মানুষকে কাদা মাড়িয়ে গন্তব্যে যেতে হয়। বছরের পর বছর এমন পরিস্থিতি থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়কটি পাকা করার উদ্যোগ নেয়নি।

সর্বশেষ খবর