বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

তিন কর্মকর্তার নামে অভিযোগ

ভুয়া বিলে অর্থ লোপাট

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের তিন কর্মকর্তার বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনার তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযুক্তরা হলেন, আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ছালেহ উদ্দিন, বৈজ্ঞানিক কর্মকর্তা মামুনুর রশিদ ও হিসাবরক্ষক নাহিদা আক্তার। অভিযোগ সূত্রে জানা যায়, আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্র মাদারীপুরের সক্ষমতা এবং বৃহত্তর বরিশাল, ফরিদপুর অঞ্চলে ডাল ফসলের উৎপাদন বৃদ্ধি শীর্ষক প্রকল্প গ্রহণ করা হয়। ২০২১-২২ অর্থবছরে সরকারের রাজস্ব তহবিল থেকে প্রকল্পের সম্পূর্ণ ব্যয় মেটানো হয়। প্রথম বছর ব্যয়ের জন্য মাদারীপুর কেন্দ্রের বরাদ্দ দেওয়া হয় ১ কোটি ৬৭ লাখ ৯০ হাজার টাকা। এই টাকা সরকারি ক্রয়নীতি ও সব আর্থিক বিধি অনুসরণ না করে ওই তিন কর্মকর্তা নগদ উত্তোলনের মাধ্যমে হাতিয়ে নিচ্ছেন। ছালেহ উদ্দিন অর্থ লোপাটের অভিযোগ অস্বীকার করে বলেন, অধিকাংশ অর্থ গবেষণা খাতে ব্যয় হয়েছে। আগামীতে আমাদের অডিট হবে। অডিটেই সব ফল পাওয়া যাবে।

সর্বশেষ খবর