গোচারণ ভূমি হিসেবে ব্যবহৃত হচ্ছে দিনাজপুরের ঐতিহাসিক ‘টিকরির মাঠ’। জেলা শহরের ছয় কিলোমিটার দক্ষিণে উলিপুর গ্রামে পুনর্ভবা নদীর তীরে অবস্থিত বিশাল এই মাঠ। যুগ যুগ ধরে অযতেœ-অবহেলায় পড়ে আছে মাঠটি। দীর্ঘদিন গোচারণ ভূমি হিসেবে ব্যবহৃত হলেও দক্ষিণ কোতোয়ালির কিশোর-তরুণদের খেলাধুলার অন্যতম স্থানও এ মাঠ। মাঠটির কিছু অংশ দখল হয়ে গেছে। কেউ মাঠের জমিতে বাড়ি করেছেন আবার কেউ আবাদ করছেন ফসল। পরিকল্পিতভাবে এ মাঠটি গড়ে তোলা হলে এটি হতে পারে বিনোদনের স্থান। এলাকাবাবাসী জানান, বিশালাকার ঐতিহাসিক টিকরির মাঠে ফুটবল, ক্রিকেট, কাবাডিসহ গ্রামবাংলার বিভিন্ন খেলাধুলায় প্রতিদিনই মেতে থাকে কিশোর-যুবকরা। কথিত আছে, দিনাজপুরের মহারাজার গো-চারণ ভূমি হিসেবে ব্যবহৃত হতো এ মাঠ। তখন থেকেই কালের সাক্ষী হয়ে আছে মাঠটি। পুনর্ভবা নদীর তীরে অবস্থিত প্রায় ১১০ একরের এই মাঠ। স্থানীয় আসাদুজ্জামান লিটন, মোসাদ্দেক হোসেনসহ অনেকে জানান, প্রতিবছর এই মাঠে ঐতিহ্যবাহী চেরাডাঙ্গি মেলার ঘোড়দৌড় আয়োজন করা হয়। এ ছাড়া পার্শ্ববর্তী গ্রামগুলোর শত শত পশু পালনে একমাত্র ভরসা এটি। তবে মাঠটি পরিকল্পিতভাবে গড়ে তোলা হলে এ অঞ্চলের বিনোদনের স্থানও হতে পারে। দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মর্তুজা আল মুঈদ জানান, বিশাল টিকরির মাঠটি গো-চারণ ভূমি হিসেবে ব্যবহৃত হবে আদালতের এমন রায় আছে। মাঠটি যাতে বেদখল না হয় এবং এর সৌন্দর্য বর্ধন ও পরিবেশ রক্ষায় প্রায় ৭০০-৮০০ বৃক্ষ রোপণ করা হবে। শিগগিরই এই বৃক্ষরোপণ শুরু করা হবে বলেও জানান তিনি।
শিরোনাম
- এশিয়া কাপে থ্রিলার ম্যাচে আফগানিস্তানকে হারাল বাংলাদেশ
- ছক্কার রাজা এখন তানজিদ হাসান তামিম
- চাঁদপুরে জব্দকৃত ৬০ কেজি গাঁজা ধ্বংস
- নারী শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিতে শাবিপ্রবিতে স্মারকলিপি
- শ্রীমঙ্গলে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- নতুন নেতৃত্বে গোবিপ্রবি সাহিত্য সংসদ
- যুদ্ধ বন্ধে ট্রাম্পের ‘স্পষ্ট অবস্থান’ জানতে চান জেলেনস্কি
- কারাগারগুলোতে চলছে মাসব্যাপী মাদকবিরোধী অভিযান-ডোপ টেস্ট
- চাঁদপুর মেডিকেল কলেজে বিজ্ঞান মেলা শুরু
- সিলেটে অবৈধ সিএনজি অটোরিকশা সরাতে আল্টিমেটাম
- ভালুকায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- বোয়ালমারীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- পাঁচ ব্যাংক একীভূত হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত, বসছে প্রশাসক
- বিশ্বব্যাপী জলবায়ু কর্ম সপ্তাহে কলাপাড়ায় মানববন্ধন
- গাজায় গণহত্যা চলছে, দায়ী ইসরায়েল: জাতিসংঘ তদন্ত কমিশন
- সিদ্ধিরগঞ্জে আহতদের পুনর্বাসন, জুলাই যোদ্ধাকে দোকান উপহার
- ক্যান্সারে আক্রান্ত স্বাস্থ্য উপদেষ্টার বিদেশে চিকিৎসার বিষয়টি মানবিকভাবে দেখা উচিত
- নীলফামারীতে ৮৪৭টি মণ্ডপে হবে শারদীয় দুর্গাপূজা
- সিলেটে নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার আশঙ্কা
- চট্টগ্রামে মানবতার সেতুবন্ধনে হবে ‘এসএমসিএইচ সামিট’