গোচারণ ভূমি হিসেবে ব্যবহৃত হচ্ছে দিনাজপুরের ঐতিহাসিক ‘টিকরির মাঠ’। জেলা শহরের ছয় কিলোমিটার দক্ষিণে উলিপুর গ্রামে পুনর্ভবা নদীর তীরে অবস্থিত বিশাল এই মাঠ। যুগ যুগ ধরে অযতেœ-অবহেলায় পড়ে আছে মাঠটি। দীর্ঘদিন গোচারণ ভূমি হিসেবে ব্যবহৃত হলেও দক্ষিণ কোতোয়ালির কিশোর-তরুণদের খেলাধুলার অন্যতম স্থানও এ মাঠ। মাঠটির কিছু অংশ দখল হয়ে গেছে। কেউ মাঠের জমিতে বাড়ি করেছেন আবার কেউ আবাদ করছেন ফসল। পরিকল্পিতভাবে এ মাঠটি গড়ে তোলা হলে এটি হতে পারে বিনোদনের স্থান। এলাকাবাবাসী জানান, বিশালাকার ঐতিহাসিক টিকরির মাঠে ফুটবল, ক্রিকেট, কাবাডিসহ গ্রামবাংলার বিভিন্ন খেলাধুলায় প্রতিদিনই মেতে থাকে কিশোর-যুবকরা। কথিত আছে, দিনাজপুরের মহারাজার গো-চারণ ভূমি হিসেবে ব্যবহৃত হতো এ মাঠ। তখন থেকেই কালের সাক্ষী হয়ে আছে মাঠটি। পুনর্ভবা নদীর তীরে অবস্থিত প্রায় ১১০ একরের এই মাঠ। স্থানীয় আসাদুজ্জামান লিটন, মোসাদ্দেক হোসেনসহ অনেকে জানান, প্রতিবছর এই মাঠে ঐতিহ্যবাহী চেরাডাঙ্গি মেলার ঘোড়দৌড় আয়োজন করা হয়। এ ছাড়া পার্শ্ববর্তী গ্রামগুলোর শত শত পশু পালনে একমাত্র ভরসা এটি। তবে মাঠটি পরিকল্পিতভাবে গড়ে তোলা হলে এ অঞ্চলের বিনোদনের স্থানও হতে পারে। দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মর্তুজা আল মুঈদ জানান, বিশাল টিকরির মাঠটি গো-চারণ ভূমি হিসেবে ব্যবহৃত হবে আদালতের এমন রায় আছে। মাঠটি যাতে বেদখল না হয় এবং এর সৌন্দর্য বর্ধন ও পরিবেশ রক্ষায় প্রায় ৭০০-৮০০ বৃক্ষ রোপণ করা হবে। শিগগিরই এই বৃক্ষরোপণ শুরু করা হবে বলেও জানান তিনি।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ