গোচারণ ভূমি হিসেবে ব্যবহৃত হচ্ছে দিনাজপুরের ঐতিহাসিক ‘টিকরির মাঠ’। জেলা শহরের ছয় কিলোমিটার দক্ষিণে উলিপুর গ্রামে পুনর্ভবা নদীর তীরে অবস্থিত বিশাল এই মাঠ। যুগ যুগ ধরে অযতেœ-অবহেলায় পড়ে আছে মাঠটি। দীর্ঘদিন গোচারণ ভূমি হিসেবে ব্যবহৃত হলেও দক্ষিণ কোতোয়ালির কিশোর-তরুণদের খেলাধুলার অন্যতম স্থানও এ মাঠ। মাঠটির কিছু অংশ দখল হয়ে গেছে। কেউ মাঠের জমিতে বাড়ি করেছেন আবার কেউ আবাদ করছেন ফসল। পরিকল্পিতভাবে এ মাঠটি গড়ে তোলা হলে এটি হতে পারে বিনোদনের স্থান। এলাকাবাবাসী জানান, বিশালাকার ঐতিহাসিক টিকরির মাঠে ফুটবল, ক্রিকেট, কাবাডিসহ গ্রামবাংলার বিভিন্ন খেলাধুলায় প্রতিদিনই মেতে থাকে কিশোর-যুবকরা। কথিত আছে, দিনাজপুরের মহারাজার গো-চারণ ভূমি হিসেবে ব্যবহৃত হতো এ মাঠ। তখন থেকেই কালের সাক্ষী হয়ে আছে মাঠটি। পুনর্ভবা নদীর তীরে অবস্থিত প্রায় ১১০ একরের এই মাঠ। স্থানীয় আসাদুজ্জামান লিটন, মোসাদ্দেক হোসেনসহ অনেকে জানান, প্রতিবছর এই মাঠে ঐতিহ্যবাহী চেরাডাঙ্গি মেলার ঘোড়দৌড় আয়োজন করা হয়। এ ছাড়া পার্শ্ববর্তী গ্রামগুলোর শত শত পশু পালনে একমাত্র ভরসা এটি। তবে মাঠটি পরিকল্পিতভাবে গড়ে তোলা হলে এ অঞ্চলের বিনোদনের স্থানও হতে পারে। দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মর্তুজা আল মুঈদ জানান, বিশাল টিকরির মাঠটি গো-চারণ ভূমি হিসেবে ব্যবহৃত হবে আদালতের এমন রায় আছে। মাঠটি যাতে বেদখল না হয় এবং এর সৌন্দর্য বর্ধন ও পরিবেশ রক্ষায় প্রায় ৭০০-৮০০ বৃক্ষ রোপণ করা হবে। শিগগিরই এই বৃক্ষরোপণ শুরু করা হবে বলেও জানান তিনি।
শিরোনাম
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
- হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
- উত্তর কুয়েতে ৭,৭০০ বছরের প্রাচীন ভাটির সন্ধান
- দুই লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার
- তরুণ প্রজন্ম দেশকে উদ্যোক্তা বান্ধব রাষ্ট্রে পরিণত করবে : প্রাথমিক উপদেষ্টা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চার জনের মৃত্যু, হাসপাতালে ৯২০
- কান্নার শব্দে ধান ক্ষেত থেকে উদ্ধার হলো ২ দিনের নবজাতক