গোচারণ ভূমি হিসেবে ব্যবহৃত হচ্ছে দিনাজপুরের ঐতিহাসিক ‘টিকরির মাঠ’। জেলা শহরের ছয় কিলোমিটার দক্ষিণে উলিপুর গ্রামে পুনর্ভবা নদীর তীরে অবস্থিত বিশাল এই মাঠ। যুগ যুগ ধরে অযতেœ-অবহেলায় পড়ে আছে মাঠটি। দীর্ঘদিন গোচারণ ভূমি হিসেবে ব্যবহৃত হলেও দক্ষিণ কোতোয়ালির কিশোর-তরুণদের খেলাধুলার অন্যতম স্থানও এ মাঠ। মাঠটির কিছু অংশ দখল হয়ে গেছে। কেউ মাঠের জমিতে বাড়ি করেছেন আবার কেউ আবাদ করছেন ফসল। পরিকল্পিতভাবে এ মাঠটি গড়ে তোলা হলে এটি হতে পারে বিনোদনের স্থান। এলাকাবাবাসী জানান, বিশালাকার ঐতিহাসিক টিকরির মাঠে ফুটবল, ক্রিকেট, কাবাডিসহ গ্রামবাংলার বিভিন্ন খেলাধুলায় প্রতিদিনই মেতে থাকে কিশোর-যুবকরা। কথিত আছে, দিনাজপুরের মহারাজার গো-চারণ ভূমি হিসেবে ব্যবহৃত হতো এ মাঠ। তখন থেকেই কালের সাক্ষী হয়ে আছে মাঠটি। পুনর্ভবা নদীর তীরে অবস্থিত প্রায় ১১০ একরের এই মাঠ। স্থানীয় আসাদুজ্জামান লিটন, মোসাদ্দেক হোসেনসহ অনেকে জানান, প্রতিবছর এই মাঠে ঐতিহ্যবাহী চেরাডাঙ্গি মেলার ঘোড়দৌড় আয়োজন করা হয়। এ ছাড়া পার্শ্ববর্তী গ্রামগুলোর শত শত পশু পালনে একমাত্র ভরসা এটি। তবে মাঠটি পরিকল্পিতভাবে গড়ে তোলা হলে এ অঞ্চলের বিনোদনের স্থানও হতে পারে। দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মর্তুজা আল মুঈদ জানান, বিশাল টিকরির মাঠটি গো-চারণ ভূমি হিসেবে ব্যবহৃত হবে আদালতের এমন রায় আছে। মাঠটি যাতে বেদখল না হয় এবং এর সৌন্দর্য বর্ধন ও পরিবেশ রক্ষায় প্রায় ৭০০-৮০০ বৃক্ষ রোপণ করা হবে। শিগগিরই এই বৃক্ষরোপণ শুরু করা হবে বলেও জানান তিনি।
শিরোনাম
- হাতিরঝিলে ম্যারাথনে দৌড়ালেন দেশি-বিদেশি ৮০০ প্রতিযোগী
- পুঁজিবাজারের মাঠ খেলার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত: বিএসইসি কমিশনার
- দেড় কোটি প্রবাসীর ভোটাধিকার নিশ্চিতে ৫ দাবি
- চার ওমরাহ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত করলো সৌদি আরব
- ‘জুলাই শহিদদের স্বীকৃতিস্বরূপ সনদ প্রদানের বিষয়ে কাজ করছে সরকার’
- ফজরকে আদালতে নেয়া নিয়ে অনিশ্চয়তা, শুরু হয়নি চারজনের রিমান্ড
- মেটিকুলাস ডিজাইনে সমস্যা কোথায়, প্রশ্ন মাহফুজ আলমের
- হাজারীখিল অভয়ারণ্যে ৩৩ অজগর অবমুক্ত
- টাকা মেরে খাওয়ার জন্য আমরা ক্ষমতায় বসিনি: ধর্ম উপদেষ্টা
- ইরান ছেড়েছে জাতিসংঘের পরমাণু পরিদর্শক দল
- ৩ আগস্ট শহীদ মিনারে ইশতেহার ঘোষণা করবে এনসিপি
- খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ
- রাজশাহীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে শিক্ষা সামগ্রী বিতরণ
- ঝড়ের শঙ্কায় চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- একক কনসার্ট নিয়ে আসছেন বাপ্পা মজুমদার
- সোনারগাঁয়ে পৌর বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও সদস্য ফরম বিতরণ
- মারা গেলেন হলিউড অভিনেতা মাইকেল ম্যাডসেন
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ভগ্নিপতিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
- গুঞ্জনের ইতি টেনে পুরোনো ঠিকানায় নিকো
- গোপালগঞ্জে কমিটি ঘোষণার পর এনসিপি থেকে নাম প্রত্যাহারের অনুরোধ