বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

টিকরির মাঠ হতে পারে বিনোদনের স্থান

দিনাজপুর প্রতিনিধি

টিকরির মাঠ হতে পারে বিনোদনের স্থান

বিস্তীর্ণ মাঠে চরানো হচ্ছে গরু -বাংলাদেশ প্রতিদিন

গোচারণ ভূমি হিসেবে ব্যবহৃত হচ্ছে দিনাজপুরের ঐতিহাসিক ‘টিকরির মাঠ’। জেলা শহরের ছয় কিলোমিটার দক্ষিণে উলিপুর গ্রামে পুনর্ভবা নদীর তীরে অবস্থিত বিশাল এই মাঠ। যুগ যুগ ধরে অযতেœ-অবহেলায় পড়ে আছে মাঠটি। দীর্ঘদিন গোচারণ ভূমি হিসেবে ব্যবহৃত হলেও দক্ষিণ কোতোয়ালির কিশোর-তরুণদের খেলাধুলার অন্যতম স্থানও এ মাঠ। মাঠটির কিছু অংশ দখল হয়ে গেছে। কেউ মাঠের জমিতে বাড়ি করেছেন আবার কেউ আবাদ করছেন ফসল। পরিকল্পিতভাবে এ মাঠটি গড়ে তোলা হলে এটি হতে পারে বিনোদনের স্থান। এলাকাবাবাসী জানান, বিশালাকার ঐতিহাসিক টিকরির মাঠে ফুটবল, ক্রিকেট, কাবাডিসহ গ্রামবাংলার বিভিন্ন খেলাধুলায় প্রতিদিনই মেতে থাকে কিশোর-যুবকরা। কথিত আছে, দিনাজপুরের মহারাজার গো-চারণ ভূমি হিসেবে ব্যবহৃত হতো এ মাঠ। তখন থেকেই কালের সাক্ষী হয়ে আছে মাঠটি। পুনর্ভবা নদীর তীরে অবস্থিত প্রায় ১১০ একরের এই মাঠ। স্থানীয় আসাদুজ্জামান লিটন, মোসাদ্দেক হোসেনসহ অনেকে জানান, প্রতিবছর এই মাঠে ঐতিহ্যবাহী চেরাডাঙ্গি মেলার ঘোড়দৌড় আয়োজন করা হয়। এ ছাড়া পার্শ্ববর্তী গ্রামগুলোর শত শত পশু পালনে একমাত্র ভরসা এটি। তবে মাঠটি পরিকল্পিতভাবে গড়ে তোলা হলে এ অঞ্চলের বিনোদনের স্থানও হতে পারে। দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মর্তুজা আল মুঈদ জানান, বিশাল টিকরির মাঠটি গো-চারণ ভূমি হিসেবে ব্যবহৃত হবে আদালতের এমন রায় আছে। মাঠটি যাতে বেদখল না হয় এবং এর সৌন্দর্য বর্ধন ও পরিবেশ রক্ষায় প্রায় ৭০০-৮০০ বৃক্ষ রোপণ করা হবে। শিগগিরই এই বৃক্ষরোপণ শুরু করা হবে বলেও জানান তিনি।

সর্বশেষ খবর