বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

বেতন দিতে না পারায় গলার চেইন হাতের ব্যাসলেট খুলে রাখলেন অধ্যক্ষ

ধামরাই প্রতিনিধি

ঢাকার ধামরাই সুয়াপুর নান্নার স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির এক দরিদ্র ছাত্রী মাসিক বেতন ও পরীক্ষার ফিস দিতে না পারায় তার গলায় থাকা  এ্যামিটেশনের চেইন ও হাতে রুপার ব্যাসলেট খুলে জমা রাখার পর তাকে পরীক্ষার প্রবেশপত্র দেন অধ্যক্ষ। অনেক শিক্ষার্থী ও অভিভাবকের সামনে এমন ঘটনায় চরম লজ্জা পেয়ে স্কুলে আসা বন্ধ করে দিয়েছে সে। গতকাল সাংবাদিকদের সামনে লজ্জার ঘটনা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়ে ওই ছাত্রী। সে বলে আমি বার বার বলেছি স্যার আমার মা গুরুতর অসুস্থ থাকায় বেতন ও ফিসের টাকা চিকিৎসা বাবদ খরচ হয়েছে। কিন্তু স্যার আমার আকুতি না মেনে সবার সামনে আমাকে গলার ১০টাকা মূল্যের চেন ও ৫০০ টাকা মূল্যের ব্যাসলেট খুলতে বললেন এবং তা নিয়ে নিলেন। পরে বেতন ফিসের টাকা দেওয়ার পরও আমাকে তা ফেরত দেননি। অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম তালুকদার গলার চেন ও ব্যাসলেট রাখার কথা স্বীকার করেছেন। গত কয়েকদিন ধরে ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়েছে। জানা গেছে, ধামরাইয়ের সুয়াপুর নান্নার স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণির ছাত্রী সুয়াপুর ইউনিয়নের কুরুঙ্গী গ্রামের নজরুল ইসলামের মেয়ে সুবর্ণা আক্তার গত ২০ আগস্ট দ্বিতীয় বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করতে আসে।

সর্বশেষ খবর