বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

শতাধিক বেকারের কর্মসংস্থান

নরসিংদীতে চাকরি মেলা

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে দিনব্যাপী চাকরি মেলায় প্রথম দিনেই কর্মসংস্থান হলো প্রায় ১০০ জনের। আরও প্রায় ৪০০ থেকে ৫০০ জনের চাকরি হচ্ছে শিগগিরই। গতকাল দিনব্যাপী এক চাকরি মেলার আয়োজন করে নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। দেশে দক্ষ জনশক্তি তৈরি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নরসিংদীর শিবপুর শাষপুর এলাকায় প্রতিষ্ঠিত নিজ ক্যাম্পাসেই এ চাকরি মেলার আয়োজন করে নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। মেলায় প্রাণ-আরএফএল, পারটেক্স, ট্রান্সকম, ওকাপ, সম্ভব টেকনোলজি, বিডি জবস, স্পারো টেকনোলজি, বিগটেগ আইটি, নরসিংদী টিটিসিসহ প্রায় ১২টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। মেলায় প্রায় ১ হাজারেরও বেশি চাকরিপ্রার্থী তাদের পছন্দমতো চাকরির বিপরীতে কাগজপত্র জমা দেন। এর মধ্যে যাচাই-বাছাই শেষে প্রায় ১০০ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। বাকিদের মধ্যে আরও প্রায় ৪০০ থেকে ৫০০ জনকে এখান থেকেই নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো। অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) ও সেইফ প্রকল্পের অর্থায়নে এবারের চাকরি মেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাত।

সর্বশেষ খবর