শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

শহর রক্ষাবাঁধে ধস

নেত্রকোনা প্রতিনিধি

শহর রক্ষাবাঁধে ধস

নেত্রকোনা শহরের মগড়া নদীর পাড়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) শহর রক্ষাবাঁধে ধস দেখা দিয়েছে। এতে ঝুঁকিতে পড়েছে পৌরসভার সড়কসহ সাতপাইবাসী এবং এই সড়কে চলাচল করা যানবাহন। জানা যায়, কয়েকদিন ধরে অল্প অল্প করে ভেঙে পড়ায় পৌরসভার দায়িত্বে বাঁশ এবং বালুর বস্তা দিয়ে বাঁধ মেরামত করা হয়। বুধবার রাত থেকে গতকাল পর্যন্ত প্রায় ১০০ মিটার ধসে নদীতে চলে গেছে। এতে সড়কের পাশে তৈরি ফুটপাতের পিলারও ভেঙে পড়েছে। যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। স্থানীয়রা বলছেন, এই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে আন্তজেলা বাস টার্মিনাল থেকে বহু মানুষ বারহাট্টা, মোহনগঞ্জ ও কলমাকান্দাসহ বিভিন্ন এলাকায় চলাচল করেন। এ ছাড়া পৌর শহরের ১ ও ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের এটাই একমাত্র পথ। দ্রুত বাঁধ মেরামত করে সড়কটি অক্ষত রাখার দাবি জানান তারা। পাশাপাশি ভারী যানবাহন চলাচল আপাতত বন্ধ রাখার অনুরোধ করেন। তা না হলে পুরো সড়ক ধসে নদীতে চলে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। পৌর সভার প্যানেল মেয়র এস এম মহসীন আলম জানান, তারা খবর পেয়ে রাতেই পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েছেন। পাউবোর নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান বলেন, বাজেট পাঠানো হয়েছে। আগামীকাল (আজ) তিনি ঘটনাস্থল পরিদর্শন করবেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর