শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

হিলিতে বেড়েছে ডায়রিয়া জ্বর শ্বাসকষ্টের রোগী

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

হিলিতে বেড়েছে ডায়রিয়া জ্বর শ্বাসকষ্টের রোগী

হিলিতে বেড়েছে ডায়রিয়া ও জ্বর, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগী। বেশি আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। হাসপাতালে রোগীর চাপের কারণে চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। তরল খাবার খাওয়ার ও বাহিরের খোলা খাবার না খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। দিনাজপুরের হিলিতে গত কয়েকদিন ধরেই দাবদাহ বিরাজ করছে। মাঝে মধ্যে হালকা বৃষ্টি হলেও আবার গরম পড়ছে। প্রচণ্ড গরমের কারণে অনেকেই ডায়রিয়া জ্বরসহ অন্যান্য রোগে আক্রান্ত হচ্ছেন। চিকিৎসা নিতে হাসপাতালে ভিড় করছেন অনেকে। স্থানীয় হাসপাতালের আউটডোরে চিকিৎসা নিয়ে কেউ কেউ বাড়ি ফিরলেও অনেকেই ভর্তি হচ্ছেন। বর্তমানে এ হাসপাতালে গড়ে প্রতিদিন ৫০-৬০ জন করে রোগী ভর্তি থাকছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হাসপাতালে মেয়েকে নিয়ে আসা আরজু আরা বলেন, মেয়ের তিন দিন আগে পাতলা পায়খানা শুরু হয়। স্থানীয়ভাবে স্যালাইন নিয়ে খাওয়ানো হলেও সুস্থ হচ্ছিল না। বাধ্য হয়ে হাসপাতালে ভর্তি করিয়েছি। হাসপাতালে চিকিৎসাধীন তারেক আহমেদ বলেন, হঠাৎ আমার পেটব্যথা শুরু হয়। সঙ্গে ঘন ঘন বমি ও প্রচণ্ড জ্বর আসে। কোনো কিছুতে কমছিল না। হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তৌহিদুল ইসলাম বলেন, আবহাওয়া পরিবর্তনজনিত কারণে হাসপাতালে রোগী বাড়ছে।

বিশেষ করে ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়েছে। আমাদের পরামর্শ হলো বেশি করে পানি পান করবেন, তরল খাবার খাবেন। বাহিরের খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে।

 

সর্বশেষ খবর