শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

সার মজুদ করায় জরিমানা

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরলে অবৈধভাবে সার মজুদ রাখা এবং বেশি দামে বিক্রির অপরাধে এক লাখ টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনি। এ সময় বিরল উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম ও ক্যাব সদস্যরা উপস্থিত ছিলেন। বিরলের আজিমপুর ইউনিয়নের চৌরঙ্গী বাজারে গতকাল এ অভিযান পরিচালনা করা হয়। মমতাজ বেগম রুনি জানান, সারের মূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং তা সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে তদারকি করা হচ্ছে। বিরলের আজিমপুর ইউপির চৌরঙ্গী বাজারের মেসার্স ভাই ভাই ট্রেডার্স মালিক শহিদুল ইসলামকে অবৈধভাবে সার মজুদ রাখা এবং বেশি দামে বিক্রির দায়ে গতকাল জরিমানা করা হয়েছে। জব্দ সারের বস্তা গুদামে সিল করে রাখা হয়েছে। এ সার স্থানীয় কৃষি অফিস জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে বিতরণের ব্যবস্থা করবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর