শিরোনাম
রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

সড়কে নির্মাণসামগ্রী, পার্কিং যানজটে নিত্যভোগান্তি

টাঙ্গাইল প্রতিনিধি

সড়কে নির্মাণসামগ্রী, পার্কিং যানজটে নিত্যভোগান্তি

ধনবাড়ী পৌরসভার সড়ক দখল করে রাখা নির্মাণসামগ্রী (বাঁয়ে), পার্কিং করে রাখা সিএনজিচালিত অটোরিকশা -বাংলাদেশ প্রতিদিন

টাঙ্গাইলের ধনবাড়ী পৌরশহরের ঈদগাঁ সড়কটি দীর্ঘদিন ধরে দুই পাশ দখল করে বানানো হয়েছে অটোরিকশার অবৈধস্ট্যান্ড। এ ছাড়া সড়কে রাখা হচ্ছে নিমার্ণসামগ্রী। এতে তীব্র হচ্ছে যানজট। চলাচলে বাধার মুখে পড়ে বিকল্প রাস্তায় যেতে হচ্ছে পথচারীদের। প্রতিনিয়ত ঘটছে ছোটবড় দুর্ঘটনা। কর্তৃপক্ষের নজরদারি না থাকায় এ ভোগান্তির শিকার হতে হচ্ছে তাদের। সমস্যা সমাধানের কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন তারা।  স্থানীয় বাসিন্দা ও পথচারীদের অভিযোগ, এ সড়কটি পুনঃসংস্কারের পর থেকে চালকরা খেয়াল খুশিমতো সড়ক দখল করে অবৈধভাবে অটোরিকশা রাখেন। আর সড়কের একপাশে বহুতল ভবন নির্মাণ করায় রাখা হয়েছে নির্মাণসামগ্রী। ফলে সড়কটি দিয়ে চলাচল কষ্টসাধ্য হয়ে পড়ছে। কেউ কোনো আইন মানছেন না। দীর্ঘদিন ধরে এমন অবস্থা চলে আসলেও কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ নেই। সরেজমিনে গিয়ে দেখা যায়, বাসস্ট্যান্ড থেকে পূর্বদিকে চলে গেছে ঈদগাঁ সড়ক। শহরের গুরুত্বপূর্ণ সড়ক এটি। এই সড়ক ঘিরে আছে চার থেকে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান। সড়কের এক পাশে বহুতল ভবন নির্মাণ করায় এর নির্মাণসামগ্রী রাখা হয়েছে সড়কজুড়ে। চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। আর জরুরী সেবার গাড়িসহ অন্য গাড়ি যেতে না পড়ে বাধ্য হয়ে বিকল্প রাস্তায় যেতে হতে তাদের। আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজের এক শিক্ষার্থী বলেন, ‘আমরা এ সড়ক দিয়ে কলেজে যাওয়া-আসা করি। সড়কে দুই পাশে সিএনজি আর নির্মাণসামগ্রী রাখায় আমাদের চলাচলে ভোগান্তি হচ্ছে। সাকিনা মেমোরিয়াল গালর্স স্কুলের আরেক ছাত্রী বলেন, এভাবে সড়ক দখল করে রাখে। আমাদের যাতায়াত করা সমস্যা হয়।’ স্থানীয় বাসিন্দা আব্দুল বারেক মিয়া বলেন, ‘এ ভোগান্তি বেড়েই চলছে। সিএনজি চালকেরা কথা মানে না। তারা এখন এটাই বাসস্ট্যান্ড বানিয়ে নিয়েছে। আর ভবন নির্মাণের বিভিন্ন নির্মাণসামগ্রী সড়কে রাখায় চলাচলে সবাই মারাত্মক সমস্যায় পড়ছে।  কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করি।’ সড়কে সিএনজি রাখা চালক আব্দুল মজিদ ও বেলাল উদ্দিন বলেন, ‘এখানে সিএনজি রেখে চালকরা বিশ্রাম নেয়। সবাই সিএনজি রাখে তাই এখানে রাখি। এ সমস্যা তাতে কিছু না।’ ভবন নির্মাণের দায়িত্বে থাকা ম্যানেজার সেলিম আহমেদ বলেন, ‘ভবন নির্মাণে সড়কে আপাতত নির্মাণ সামগ্রী রাখা হচ্ছে। একতলা নির্মাণ হলে চলাচলে তেমন আর সমস্যা হবে না।’ ইউএনও আসলাম হোসাইন বলেন, ‘এ জনভোগান্তি এড়াতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। কারো চলাচলে যেন সমস্যা না হয়।’

পৌর মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকুল বলেন, ‘বিষয়টি নজরে রয়েছে। ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। সড়ক থেকে এগুলো দ্রুত সরানোর কথা বলা হয়েছে।’

সর্বশেষ খবর