রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

মজুরি বৃদ্ধির দাবিতে কর্মবিরতি

শেরপুর প্রতিনিধি

মজুরি বৃদ্ধির দাবিতে শেরপুরের নালিতাবাড়ী নাকুগাঁ স্থলবন্দরে লোড-আনলোড শ্রমিকদের টানা তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালিত হয়েছে। এতে স্থবির হয়ে পড়েছে বন্দরের আমদানি কার্যক্রম। বৃহস্পতিবার থেকে এই শ্রমিক আন্দোলন চলছে। শ্রমিকরা বলেছেন, তাদের ন্যায্য দাবি মানলেই কাজে যোগ দেবেন। আন্দোলনের কারণে ভারত থেকে কোনো পণ্যবাহী গাড়ি আসছে না। সূত্র জানায়, জেলার অন্যতম গুরুত্বপূর্ণ নাকুগাঁও স্থলবন্দরে ৭ শতাধিক লোড-আনলোড শ্রমিক কর্মরত আছেন। এছাড়া দৈনিক হাজিরার শ্রমিক রয়েছেন প্রায় ২ হাজার। শ্রমিকদের দাবি বর্তমান বাজারে নিত্যপণ্যের দাম বাড়লেও তাদের মজুরি বাড়েনি। শ্রমিকরা প্রতি সিএফটি পাথর লোড-আনলোড করতে ৩ টাকার স্থলে ৪ টাকা করার দাবি জানান। নালিতাবাড়ীর ইউএনও হেলানা পারভিন জানান, শ্রমিকরা কোনো চিঠি না দিয়েই কর্ম বিরতিতে গেছেন। বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

সর্বশেষ খবর