রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

আমদানির পর কমেছে চালের দাম

দিনাজপুর প্রতিনিধি

ভারত থেকে আমদানি করা চাল দিনাজপুরের হিলি বন্দরে খালাসের তিন দিন পর বাজারে প্রভাব পড়েছে। শুল্ক কমানো এবং ওএমএসের চাল দেওয়ার কারণে হিলির চালের বাজারে প্রকারভেদে পাইকারি ও খুচরা পর্যায়ে দাম কেজিতে ২ থেকে ৪ টাকা কমেছে। গত ৩১ আগস্ট হিলি কাস্টমসে চালের বিল অব এন্ট্রি সাবমিটের পর পরীক্ষণ শুল্কায়ন শেষে চাল খালাস কার্যক্রম শুরু হয়। চাল বিক্রেতা বাবুল হোসেন বলেন, আমদানিতে শুল্ক কম এবং ওএমএসে বিক্রির ফলে হিলি বাজারে কমতে শুরু করেছে চালের দাম। আমদানি অব্যাহত থাকলে আরও দাম কমতে পারে বলেও জানান তিনি। হিলি বন্দর সূত্রে জানা যায়, ৩০ আগস্ট থেকে গতকাল পর্যন্ত ১৩৭টি ভারতীয় ট্রাক থেকে প্রায় সাড়ে ৫ হাজার মেট্রিক টন চাল ছাড় করা হয়েছে। হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন জানান, আশা করছি, আরও দাম কমবে।

সর্বশেষ খবর