বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

বরিশালে ৬ পরিবহন কোম্পানিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

জ্বালানি তেলের দাম কমানোর পরও ভাড়া না কমানো এবং ভাড়ার মূল্য তালিকা প্রদর্শন না করায় বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে দূরপাল্লার ৬টি পরিবহন কোম্পানিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায়ের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। বিআরটিএ এবং র‌্যাব-৮ এই অভিযানে সহায়তা করে। অভিযান চলাকালে ভাড়ার মূল্য তালিকা না থাকা এবং জ্বালানি তেলের দাম কমার পরও আগের হারে যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করায় ইলিশ পরিবহন, হাওলাদার পরিবহন, গ্রিন লাইন পরিবহন, সাকুরা পরিবহন, শ্যামলী পরিবহন ও গোল্ডেন লাইন পরিবহনকে ১০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

সর্বশেষ খবর