বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

কমতে শুরু করেছে চালের দাম

হিলি প্রতিনিধি

চালের আমদানি শুল্ক কমানোয় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে চালের আমদানি বাড়ার সঙ্গে সঙ্গে আমদানিকৃত চালের দাম কমতে শুরু করেছে। এ ছাড়াও সরকারিভাবে ওএমএসের মাধ্যমে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু করায় প্রভাব পড়েছে চালের দামের ওপরে। সপ্তাহের ব্যবধানে চালের দাম কেজিপ্রতি ২/৩ টাকা করে কমেছে, কোনো কোনো চালের দাম ৪/৫ টাকা করে কমেছে। চালের দাম কিছুটা কমায় খুশি জানিয়ে যেভাবে দাম বেড়েছিল সেভাবে না কমায় ক্ষোভ প্রকাশ করেন তারা। হিলি বাজারে চাল কিনতে আসা রেবেকা সুলতানা বলেন, চালের দাম বেশি যার কারণে আমাদের তো সমস্যা, আমরা তো এই দামে চাল কিনে খেতে পারছি না। যার কারণে এক বেলা খেয়ে আর এক বেলা না খেয়ে থাকতে হচ্ছে আমাদের। আমরা তো বাঙালি ভাত আমাদের প্রধান খাদ্য। চালের দামটা কম থাকলে আমাদের জন্য ভালো হয়। পূর্বে চালের দাম বেশি ছিল বর্তমানে দাম কেজিপ্রতি ২/৩ টাকা করে কমেছে এতে করে ভালো লাগছে দাম যদি আরও কমে তাহলে আমাদের জন্য ভালো হয়। ভ্যানচালক আবদুর রহিম বলেন, সারাদিন ভ্যান চালিয়ে যা আয় হয় তাই দিয়ে চাল ডাল কিনে কোনোরকম সংসার চালাতে হয়। বর্তমানে আমাদের আয় কম কিন্তু সেই তুলনায় চালের দাম বেশি হওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে। দামটা কম থাকলে আমাদের জন্য ভালো হয়। চাল কিনতে আসা মেহেদুল ইসলাম বলেন, পূর্বের চেয়ে চালের দাম কেজিপ্রতি ২/৩ টাকা করে কমেছে। তারপরেও যে দাম রয়েছে তাতে করে আমাদের দিন শেষে পাওয়া মজুরির হিসাবে বেশি। আর যে হারে চালের দাম বেড়েছিল সেই ভাবে তো দাম কমেনি। পূর্বে ৪/৫ কেজি চাল কিনলেও বর্তমানে আড়াই থেকে তিন কেজি চাল কিনছি।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর