শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

চাঁপাইয়ে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইয়ে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে শিল্পীর নিপুণ ছোঁয়ায় প্রাণবন্ত হয়ে উঠেছে প্রতিমা -বাংলাদেশ প্রতিদিন

আর দুই দিন পরই শুরু হবে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব। রঙের মাধ্যমে দেবী দুর্গার সৌন্দর্য ফুটিয়ে তুলছেন মৃৎশিল্পীর দক্ষ কারিগররা। শিল্পীর হাতের নিপুণ ছোঁয়ায় ইতোমধ্যে একেকটি প্রতিমা প্রাণবন্ত হয়ে উঠেছে। মাটির তৈরি শৈল্পিক কারুকার্যের অলংকারে ফুটে উঠছে দেবীর সৌন্দর্য। শেষ মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জের মন্দিরে মন্দিরে চলছে ব্যাপক প্রস্তুতি। নানা রঙের প্যান্ডেল বানানোর কাজ প্রায় শেষ পর্যায়ে। ১ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসবের আনুষ্ঠিকতা। ৫ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে। এবার চাঁপাইনবাবগঞ্জের পাঁচটি উপজেলায় ১৪৬টি মণ্ডপে প্রতিমা শোভা পাবে। ঢাক আর মন্ত্র ও শঙ্খধ্বনি বেজে উঠবে মণ্ডপগুলোতে। গতকাল জেলা শহরের কয়েকটি পূজামণ্ডপ ঘুরে দেখা যায়, চলছে আয়োজকদের শেষ মুহূর্তের প্রস্তুতি। পূজা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে মণ্ডপের আয়োজকদের ব্যস্ততা বেড়ে গেছে। সাজসজ্জার কাজও শেষপর্যায়ে।

গুড়িপাড়া কালীমন্দিরে ঝঙ্কার সংঘের আয়োজনে প্রতিমা তৈরির কাজ করা মৃৎশিল্পী আশিষ কুমার সিনহা বলেন, দুই সপ্তাহের বেশি সময় ধরে এ মণ্ডপে প্রতিমাকে দৃষ্টিনন্দন করার কাজ শেষ পর্যায়ে। পাশাপাশি মণ্ডপগুলোও সাজানো হয়েছে। এবার জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হচ্ছে। বাড়তি নিরাপত্তা হিসেবে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ শাখার সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি জানান, এবার জেলার সদর উপজেলায় ৬১টি, শিবগঞ্জে ৪১, গোমস্তাপুরে ২৯, নাচোলে ১২ ও ভোলাহাটে তিনটি মণ্ডপে প্রতিমা শোভা পাবে। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

সর্বশেষ খবর